০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বকেয়া টাকা পরিশোধ না করায় পাওনাদার কর্তৃক পিতা-পুত্রকে মারধরের অভিযোগ

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৮৮ পড়েছেন

####

বাকেরগঞ্জের বোয়ালিয়া বারুজীবী পাড়ায় বকেয়া টাকা সময় মত পরিশোধ করতে না পারায় পাওনাদার কতৃক পিতা-পুত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বাকেরগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানাযায়,বোয়ালিয়া বারুজীবী পাড়ার মৃত মনরঞ্জন হালদারের পূত্র অশোক হালদার (৫৩) পেশায় একজন পান চাষী । পান চাষ করার জন্য পানের বরজের মালামাল একই গ্রামের মতিলাল ভ্রক্ষের পুত্র পাইকারী ব্যবসায়ী বরুন ভ্রক্ষের কাছ থেকে ক্রয় করতো, সে সুবাদে অশোকের সাথে বরুনের দীর্ঘ দিনের লেনদেন চলে আসছে। কিন্তু অশোক সাময়িক সমস্যার কারনে বরুন ভ্রম্মকে সময় মত তার টাকা পরিশোধ করতে পারে নাই । বরুন ভ্রম্ম পাওনা টাকার জন্য অশোক হালদারকে চাপ দিতে থাকে,অতঃপর অশোক হালদার পাওনা টাকা দেয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেয় নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার দুপুরে বরুন ভ্রম্ম টাকা চাইতে অশোক হালদারের পানের বরজে গেলে অশোক তার সমস্যার আছে বলে পাওনা টাকা পড়ে দেয়ার কথা বলায় বরুন রাগান্বিত হয়ে অশোক হালদারকে গালিগালাজ এবং মারধর করে।পরে অশোক হালদারের ছেলে অপি হালদার (২৩) সন্ধার পড়ে তার বাবাকে কেন মারধর করা হলো তা জানতে বরুন ভ্রম্মদের বাড়ি গেলে বরুন ভ্রম্মসহ তার চার ভাই,বাবা,ভাইয়ের ছেলেরা ক্ষিপ্ত হয়ে অপি হালদারের মাথায় দেশীয় দা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ।পড়ে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে ভর্তি করে কিন্তু বৃহস্পতিবার সকালে অপি হালদারের অবস্হার অবনতি দেখে ডাক্তার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বৃহস্পতিবার সকালে অপি হালদারের বাবা বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান অভিযোগ পত্রের সত্যতা স্বীকার করেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বাকেরগঞ্জে বকেয়া টাকা পরিশোধ না করায় পাওনাদার কর্তৃক পিতা-পুত্রকে মারধরের অভিযোগ

প্রকাশিত সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

####

বাকেরগঞ্জের বোয়ালিয়া বারুজীবী পাড়ায় বকেয়া টাকা সময় মত পরিশোধ করতে না পারায় পাওনাদার কতৃক পিতা-পুত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বাকেরগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানাযায়,বোয়ালিয়া বারুজীবী পাড়ার মৃত মনরঞ্জন হালদারের পূত্র অশোক হালদার (৫৩) পেশায় একজন পান চাষী । পান চাষ করার জন্য পানের বরজের মালামাল একই গ্রামের মতিলাল ভ্রক্ষের পুত্র পাইকারী ব্যবসায়ী বরুন ভ্রক্ষের কাছ থেকে ক্রয় করতো, সে সুবাদে অশোকের সাথে বরুনের দীর্ঘ দিনের লেনদেন চলে আসছে। কিন্তু অশোক সাময়িক সমস্যার কারনে বরুন ভ্রম্মকে সময় মত তার টাকা পরিশোধ করতে পারে নাই । বরুন ভ্রম্ম পাওনা টাকার জন্য অশোক হালদারকে চাপ দিতে থাকে,অতঃপর অশোক হালদার পাওনা টাকা দেয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেয় নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার দুপুরে বরুন ভ্রম্ম টাকা চাইতে অশোক হালদারের পানের বরজে গেলে অশোক তার সমস্যার আছে বলে পাওনা টাকা পড়ে দেয়ার কথা বলায় বরুন রাগান্বিত হয়ে অশোক হালদারকে গালিগালাজ এবং মারধর করে।পরে অশোক হালদারের ছেলে অপি হালদার (২৩) সন্ধার পড়ে তার বাবাকে কেন মারধর করা হলো তা জানতে বরুন ভ্রম্মদের বাড়ি গেলে বরুন ভ্রম্মসহ তার চার ভাই,বাবা,ভাইয়ের ছেলেরা ক্ষিপ্ত হয়ে অপি হালদারের মাথায় দেশীয় দা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ।পড়ে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে ভর্তি করে কিন্তু বৃহস্পতিবার সকালে অপি হালদারের অবস্হার অবনতি দেখে ডাক্তার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বৃহস্পতিবার সকালে অপি হালদারের বাবা বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান অভিযোগ পত্রের সত্যতা স্বীকার করেন। ##