১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে প্রথমবারের মত উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী

###    বাগেরহাটে সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলায় মঙ্গলবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় উদ্যোক্তা সমাবেশ এবং পণ্য প্রদর্শনী। বাগেরহাটের সুন্দরঘোনাস্থ খানজাহানিয়া গণ বিদ্যালয় প্রাঙ্গনে দিনভর এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন করিন হেনচোজ পিগনানি, সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাবু। বক্তৃতা করেন বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের নির্বাহী পরিচালক মাহাবুবুল ইসলাম, রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপান্তর-এর সিনিয়র কর্মকর্তা অসীম আনন্দ দাস এবং তছলিম আহমেদ টংকার।অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ পন্য মেলা ঘুরে দেখা গেছে, করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর যারা ছিলেন জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল, অর্থনৈতিক সংকটে দিশেহারা, সেই মানুষেরাই এখন উদ্যোক্তার ভুমিকায়। সফলতা আসছে, জীবন নতুন গতি পাচ্ছেন। স্বপ্নহীন চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। হেলেনা খাতুন, শাহীনা বেগম, সেলিনা আক্তার, ফরিদা বেগমরা যেমন প্রাণিপালন করছেন।অন্যদিকে,  তেমনি বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন আশা আক্তার, আমেনা খাতুনেরা। কেউ মধু উৎপাদন করছেন, কেউ আবার বিউটি পার্লার পরিচালনা করছেন। কেউ কেউ মৃৎশিল্পী হিসেবে উৎপাদন করছেন, বাঁশ বেত দিয়ে বিভিন্ন তৈজষপত্র তৈরি হচ্ছে কারো কারো নিপুন হাতের ছোঁয়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরজাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান নারী উদ্যোক্তাদের নানাভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতি আহবান জানান। সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন করিন হেনচোজ পিগনানি বিশেষ অতিথির বক্তৃতায় এই প্রকল্পটির সফলতায় ভ‚মিকা পালনের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রূপান্তরের সর্বস্তরের কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সব ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আর কি ধরনের কাজ করা যায় সে বিষয়ে সুইজারল্যান্ড সরকার চিন্তাভাবনা করছে।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ৫২৮জন নারীসহ সর্বমোট ৫৪৪ উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বাগেরহাটে প্রথমবারের মত উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী

প্রকাশিত সময় : ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

###    বাগেরহাটে সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলায় মঙ্গলবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় উদ্যোক্তা সমাবেশ এবং পণ্য প্রদর্শনী। বাগেরহাটের সুন্দরঘোনাস্থ খানজাহানিয়া গণ বিদ্যালয় প্রাঙ্গনে দিনভর এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন করিন হেনচোজ পিগনানি, সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাবু। বক্তৃতা করেন বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের নির্বাহী পরিচালক মাহাবুবুল ইসলাম, রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপান্তর-এর সিনিয়র কর্মকর্তা অসীম আনন্দ দাস এবং তছলিম আহমেদ টংকার।অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ পন্য মেলা ঘুরে দেখা গেছে, করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর যারা ছিলেন জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল, অর্থনৈতিক সংকটে দিশেহারা, সেই মানুষেরাই এখন উদ্যোক্তার ভুমিকায়। সফলতা আসছে, জীবন নতুন গতি পাচ্ছেন। স্বপ্নহীন চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। হেলেনা খাতুন, শাহীনা বেগম, সেলিনা আক্তার, ফরিদা বেগমরা যেমন প্রাণিপালন করছেন।অন্যদিকে,  তেমনি বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন আশা আক্তার, আমেনা খাতুনেরা। কেউ মধু উৎপাদন করছেন, কেউ আবার বিউটি পার্লার পরিচালনা করছেন। কেউ কেউ মৃৎশিল্পী হিসেবে উৎপাদন করছেন, বাঁশ বেত দিয়ে বিভিন্ন তৈজষপত্র তৈরি হচ্ছে কারো কারো নিপুন হাতের ছোঁয়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরজাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান নারী উদ্যোক্তাদের নানাভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতি আহবান জানান। সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন করিন হেনচোজ পিগনানি বিশেষ অতিথির বক্তৃতায় এই প্রকল্পটির সফলতায় ভ‚মিকা পালনের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রূপান্তরের সর্বস্তরের কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সব ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আর কি ধরনের কাজ করা যায় সে বিষয়ে সুইজারল্যান্ড সরকার চিন্তাভাবনা করছে।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ৫২৮জন নারীসহ সর্বমোট ৫৪৪ উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ##