০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির দেয়া ১০ দফাতেই  হাসিনা সরকারের পতন ঘটবে: মোশাররফ

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৯:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৪৯ পড়েছেন

###    বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে তবেই বিএনপির নেতা কর্মীরা ঘরে ফিরবে। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আজ জনগণ রায় দিয়েছে, আপনারা দিনের ভোট রাতে করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণ বিশ্বাস করে না, আপনারা গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন। তিনি বলেন, সরকার টিকে থাকার জন্য বিচারব্যবস্থাকে ন্যক্কারজনকভাবে ব্যবহার করেছে। এর অংশ হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছেন। তাই এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকারকে যত দ্রুত ক্ষমতায় থেকে নামানো যাবে, দেশের জন্য ততই মঙ্গল।

বিএনপির এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সমাবেশ বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা সরকার করেনি। আবারো প্রমাণিত হলো, জনগণ কোনো বাধা মানে না। সমাবেশকে কেন্দ্র করে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকার জনগণের আন্দোলনকে ভয় পায়। কারণ তারা ভোট চুরি করে ক্ষমতায় আসে। সেই কারণে যারা জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদের ভয় পায়। বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আমানুল্লাহ আমান। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বিএনপির দেয়া ১০ দফাতেই  হাসিনা সরকারের পতন ঘটবে: মোশাররফ

প্রকাশিত সময় : ০৯:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

###    বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে তবেই বিএনপির নেতা কর্মীরা ঘরে ফিরবে। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আজ জনগণ রায় দিয়েছে, আপনারা দিনের ভোট রাতে করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণ বিশ্বাস করে না, আপনারা গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন। তিনি বলেন, সরকার টিকে থাকার জন্য বিচারব্যবস্থাকে ন্যক্কারজনকভাবে ব্যবহার করেছে। এর অংশ হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছেন। তাই এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকারকে যত দ্রুত ক্ষমতায় থেকে নামানো যাবে, দেশের জন্য ততই মঙ্গল।

বিএনপির এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সমাবেশ বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা সরকার করেনি। আবারো প্রমাণিত হলো, জনগণ কোনো বাধা মানে না। সমাবেশকে কেন্দ্র করে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকার জনগণের আন্দোলনকে ভয় পায়। কারণ তারা ভোট চুরি করে ক্ষমতায় আসে। সেই কারণে যারা জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদের ভয় পায়। বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আমানুল্লাহ আমান। ##