০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
কবিতা

বুকের বাম পাশে

###   মাঝে মধ্য বুকের বাম পাশে ব্যথা আসে,
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে,
অশ্রু ভরা নয়নে বালিশ ভাসে
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?
অচেনা পৃথিবীর নির্মম বাস্তবতায় এসে
তীব্র খরতাপের সুর্য্য হাসে
স্নানের বেলা শেষে
ভালোমন্দের দন্দ-ছন্দের আবেগে মিশে
সরল মনটি ঠকেছে মানুষকে ভালোবেসে।
পৃথিবীটা সুন্দর
সুন্দর তার আকাশ,
মানুষগুলো সুন্দর
কিন্তু তার খ্যাতির নেই প্রকাশ,
মিথ্যের আভিজাত্য বিন্দু থেকে বিকাশ,
তারা আসবেই কষ্ট দিতে
করে যাবে সরলতার সর্বনাশ।
যা করিনি আশা তাই নিয়ে বাধতে হলো বাসা
দুঃখে আমার জীবন গড়া
দুঃখে বসবাস
এই ভাবে তুমি আর করো না কারো সর্বনাশ।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

কবিতা

বুকের বাম পাশে

প্রকাশিত সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

###   মাঝে মধ্য বুকের বাম পাশে ব্যথা আসে,
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে,
অশ্রু ভরা নয়নে বালিশ ভাসে
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?
অচেনা পৃথিবীর নির্মম বাস্তবতায় এসে
তীব্র খরতাপের সুর্য্য হাসে
স্নানের বেলা শেষে
ভালোমন্দের দন্দ-ছন্দের আবেগে মিশে
সরল মনটি ঠকেছে মানুষকে ভালোবেসে।
পৃথিবীটা সুন্দর
সুন্দর তার আকাশ,
মানুষগুলো সুন্দর
কিন্তু তার খ্যাতির নেই প্রকাশ,
মিথ্যের আভিজাত্য বিন্দু থেকে বিকাশ,
তারা আসবেই কষ্ট দিতে
করে যাবে সরলতার সর্বনাশ।
যা করিনি আশা তাই নিয়ে বাধতে হলো বাসা
দুঃখে আমার জীবন গড়া
দুঃখে বসবাস
এই ভাবে তুমি আর করো না কারো সর্বনাশ।##