০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেতার শিল্পীদের সম্মানীর ১০% কর কর্তন বাতিলসহ ৫দফা দাবীতে সমাবেশ ও স্মারকরিপি প্রদান

####

বেতার শিল্পীদের সম্মানী থেকে ১০%হারে উসে কর কর্তন বাতিলসহ ৫দফা দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিল্পী সমাজ। রবিবার খুলনার সম্মিলিত বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহবায়ক মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক শেখ মোঃ আবিদউল্লাহ, যুগ্ম সদস্য সচিব এনামুল হক বাচ্চু, জাহিরুল ইসলাম জাকি ও এম.এম জাফর ইকবাল, সদস্য ফিরোজ খান, সিরাজুল ইসলাম, জেসমিন জামান, বনানী ঘোষ, তরুন কুমার মজুমদার, ইকবাল হাসান তুহিন, মোঃ সালাহ্উদীন খান, নাজমুল তারেক তুষার, অসীম কুমার দেবনাথ, মাজেদ জাহাঙ্গীর প্রমুখ। সমাবেশে বেতার শিল্পী নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের বেতার শিল্পীগণ বর্তমানে নিদারুণ সংকটাপন্ন অবস্থায় জীবন অতিবাহিত করছে। মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে একাত্তরে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পীদের অবদানের কথা, জাতীয় সকল সংকট উত্তরণে এদেশের বেতার শিল্পীদের গৌরবোজ্জল ভূমিকার কথা, জনসচেতনতা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনে বেতার সংশ্লিষ্ট সকল শিল্পী, কুশলী, নাট্যকার, গীতিকার, পাঠক, উপস্থাপন, কথক ইত্যাদি সকলের অংশগ্রহণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উত্তরসূরী হিসাবে সকলের অবদান বাংলাদেশ বেতারকে ভার সুনাম অর্জনে দীর্ঘ পথ পরিক্রমায় দেশের প্রধান গণমাধ্যম পরিণত করেছে। কিন্তু দুঃখের বিষয় বেতার শিল্পী সমাজ দীর্ঘকান এক ভয়াবহ অন্ধকার তিমিরেই থেকে গেছে। শিল্পীদের অর্থনৈতিক অস্বচ্ছলতা দারিদ্র-দুর্দশা, নিম্নমানের জীবন যাত্রায় পরিবার পরিজন নিয়ে প্রতিনিয়ত সকলে মানবেতর জীবনের সঙ্গে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে মহগ্রন শিল্প সংস্কৃতির প্রীতি ও দেশবোধে নানা সমস্যার মধ্যেও বেতার অঙ্গন আমরা আঁকড়ে ধরে রয়েছে। সমাবেশ থেকে সম্মানী অর্থ থেকে ১০% উসে কর কর্তন করার সিদ্ধান্ত বাতিল ও প্রত্যাহার, বেতার শিল্পীদের শ্রেণী মতে যে সম্মানী অর্থ বরাদ্দ আছে তার ৫০% সম্মানী অবশ্যই বৃদ্ধি করা, বেতার শিল্পীদের কোন উপস্থাপনা পুনঃপ্রচার হলে তার রেজিট্রেশন ও একই হারে রয়ালটি (Royalty) প্রদানসহ ০৫দফা দাবী পূরণে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেতার শিল্পী স্বার্থ সংশ্লিষ্ট ৫দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

বেতার শিল্পীদের সম্মানীর ১০% কর কর্তন বাতিলসহ ৫দফা দাবীতে সমাবেশ ও স্মারকরিপি প্রদান

প্রকাশিত সময় : ০১:২৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

####

বেতার শিল্পীদের সম্মানী থেকে ১০%হারে উসে কর কর্তন বাতিলসহ ৫দফা দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিল্পী সমাজ। রবিবার খুলনার সম্মিলিত বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহবায়ক মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক শেখ মোঃ আবিদউল্লাহ, যুগ্ম সদস্য সচিব এনামুল হক বাচ্চু, জাহিরুল ইসলাম জাকি ও এম.এম জাফর ইকবাল, সদস্য ফিরোজ খান, সিরাজুল ইসলাম, জেসমিন জামান, বনানী ঘোষ, তরুন কুমার মজুমদার, ইকবাল হাসান তুহিন, মোঃ সালাহ্উদীন খান, নাজমুল তারেক তুষার, অসীম কুমার দেবনাথ, মাজেদ জাহাঙ্গীর প্রমুখ। সমাবেশে বেতার শিল্পী নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের বেতার শিল্পীগণ বর্তমানে নিদারুণ সংকটাপন্ন অবস্থায় জীবন অতিবাহিত করছে। মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে একাত্তরে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পীদের অবদানের কথা, জাতীয় সকল সংকট উত্তরণে এদেশের বেতার শিল্পীদের গৌরবোজ্জল ভূমিকার কথা, জনসচেতনতা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনে বেতার সংশ্লিষ্ট সকল শিল্পী, কুশলী, নাট্যকার, গীতিকার, পাঠক, উপস্থাপন, কথক ইত্যাদি সকলের অংশগ্রহণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উত্তরসূরী হিসাবে সকলের অবদান বাংলাদেশ বেতারকে ভার সুনাম অর্জনে দীর্ঘ পথ পরিক্রমায় দেশের প্রধান গণমাধ্যম পরিণত করেছে। কিন্তু দুঃখের বিষয় বেতার শিল্পী সমাজ দীর্ঘকান এক ভয়াবহ অন্ধকার তিমিরেই থেকে গেছে। শিল্পীদের অর্থনৈতিক অস্বচ্ছলতা দারিদ্র-দুর্দশা, নিম্নমানের জীবন যাত্রায় পরিবার পরিজন নিয়ে প্রতিনিয়ত সকলে মানবেতর জীবনের সঙ্গে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে মহগ্রন শিল্প সংস্কৃতির প্রীতি ও দেশবোধে নানা সমস্যার মধ্যেও বেতার অঙ্গন আমরা আঁকড়ে ধরে রয়েছে। সমাবেশ থেকে সম্মানী অর্থ থেকে ১০% উসে কর কর্তন করার সিদ্ধান্ত বাতিল ও প্রত্যাহার, বেতার শিল্পীদের শ্রেণী মতে যে সম্মানী অর্থ বরাদ্দ আছে তার ৫০% সম্মানী অবশ্যই বৃদ্ধি করা, বেতার শিল্পীদের কোন উপস্থাপনা পুনঃপ্রচার হলে তার রেজিট্রেশন ও একই হারে রয়ালটি (Royalty) প্রদানসহ ০৫দফা দাবী পূরণে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেতার শিল্পী স্বার্থ সংশ্লিষ্ট ৫দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়। ##