১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী আন্দোলনের ১৪ শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

####

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের বিচার এদেশের মাটিতে হবে। ইতোমধ্যে অন্তবর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক আদালতেও ইতোমধ্যে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার সব দোসরদের নামে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র-জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। শনিবার (২৪ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ডের নবপল্লী বায়তুল আকাবা সংলগ্ন বাড়ির সামনের সোনালীনগর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ সাকিব রায়হানের পিতা আজিজুর রহমানের হাতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় একটি শুমারীতে কর্মরত থাকাবস্থায় সাকিব রায়হান ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ হতে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ। এ সময় বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি মুহাম্মদ নূরুল্লাহ, জেলা সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সেক্রেটারি এস এম মাহফুজুর রহমান, মাওলানা শাহারুল ইসলাম, মশিউর রহমান রমজান, মো. আব্দুর রহিম প্রমুখ ।

এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রূপসা উপজেলার রহিম এলাকার মৃত নূর ইসলাম শেখের ছেলে শহীদ মো. ইয়াসিন শেখ, তেরখাদা উপজেলার পানতিতা এলাকার মো. জাফর শেখের ছেলে শহীদ আব্দুল হামিদ শেখ, পাইকগাছা উপজেলার রাড়ুলি শ্রীকণ্ঠপুরের আব্দুল করিম গাজীর ছেলে শহীদ মো. নবী নূর ও চাঁদখালীর অন্ধ রফিকুল ইসলামের একমাত্র ছেলে শহীদ রাকিবুল ইসলাম রকি, বাগেরহাটের নিহত সাব্বির ইসলাম সাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহমেদ সিয়াম, সোলায়মান শামীম ও আলমগীর মোল্লা, সাতক্ষীরার ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হুসাইন, আলম সরদার, হাফেজ আনাছ বিল্লাহ এবং আদম আলীর পরিবারের প্রত্যেক অভিভাবককে দুই লক্ষ করে টাকা প্রদান করেন। এ সময় বাগেরহাট ও সাতক্ষীরা জেলা ও ‍উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

বৈষম্য বিরোধী আন্দোলনের ১৪ শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

####

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের বিচার এদেশের মাটিতে হবে। ইতোমধ্যে অন্তবর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক আদালতেও ইতোমধ্যে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার সব দোসরদের নামে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র-জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। শনিবার (২৪ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ডের নবপল্লী বায়তুল আকাবা সংলগ্ন বাড়ির সামনের সোনালীনগর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ সাকিব রায়হানের পিতা আজিজুর রহমানের হাতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় একটি শুমারীতে কর্মরত থাকাবস্থায় সাকিব রায়হান ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ হতে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ। এ সময় বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি মুহাম্মদ নূরুল্লাহ, জেলা সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সেক্রেটারি এস এম মাহফুজুর রহমান, মাওলানা শাহারুল ইসলাম, মশিউর রহমান রমজান, মো. আব্দুর রহিম প্রমুখ ।

এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রূপসা উপজেলার রহিম এলাকার মৃত নূর ইসলাম শেখের ছেলে শহীদ মো. ইয়াসিন শেখ, তেরখাদা উপজেলার পানতিতা এলাকার মো. জাফর শেখের ছেলে শহীদ আব্দুল হামিদ শেখ, পাইকগাছা উপজেলার রাড়ুলি শ্রীকণ্ঠপুরের আব্দুল করিম গাজীর ছেলে শহীদ মো. নবী নূর ও চাঁদখালীর অন্ধ রফিকুল ইসলামের একমাত্র ছেলে শহীদ রাকিবুল ইসলাম রকি, বাগেরহাটের নিহত সাব্বির ইসলাম সাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহমেদ সিয়াম, সোলায়মান শামীম ও আলমগীর মোল্লা, সাতক্ষীরার ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হুসাইন, আলম সরদার, হাফেজ আনাছ বিল্লাহ এবং আদম আলীর পরিবারের প্রত্যেক অভিভাবককে দুই লক্ষ করে টাকা প্রদান করেন। এ সময় বাগেরহাট ও সাতক্ষীরা জেলা ও ‍উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  ##