### পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে খুলনা মহানগর ব্যবসায়ী সমিতির সাথে কেএমপি'র কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় কেএমপি'র সদরদপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সহিত সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা, ভেজাল পণ্য বিক্রয় ও সরবরাহ হতে বিরত থাকা, অবৈধভাবে পণ্য মজুদ না করা, বাজার সিন্ডিকেট না কর, প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা, প্রতিটি বাজার ও দোকানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা, নিরাপত্তার স্বার্থে প্রতিটি মার্কেট ও দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এবং নিজস্ব স্বেচ্ছাসেবক এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর)মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক)মনিরা সুলতানা-সহ খুলনা মহনগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।##
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)