০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ‌মোল্লাহাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

####

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলা‌দেশ খেলাফত যুব মজ‌লি‌স ও ছাত্র মজ‌লিস এর আয়োজ‌নে মোল্লাহা‌টে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ক‌রে ক‌লিজা‌তে আঘাত পাওয়া মুস‌লিম জনত‌া । র‌বিবার ২৯ শে সেপ্টেম্বর বিকাল ৩ টায় মোল্লাহাট বাজার সোনালী ব‌্যাং‌কের সামনে এ প্রতিবাদী ও বি‌ক্ষোভ সা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
কচু‌ড়িয়া হিলফুল ফুযুল যুব সং‌ঘ সহ বি‌ভিন্ন স্থা‌নের সংঘঠন ও ধর্মপ্রাণ মুসলমানরা সমা‌বে‌শে হ‌াজির হয়ে প্রতিবাদ জানাই ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ভারতে কোন সংখালঘু জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্টের মুসলিম জনতা। এ ধরনের অন্যায় কোনভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে এবং কটুক্তিকারীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন অন্তবর্তীকালিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড: মো: ইউনুসের কাছে আমাদের বিষেশ অনুরোধ রাষ্টিয়ভাবে ভারতের বিরূদ্ধে প্রতিবাদ জানাতে হবে। মুসলমানের ঈমানের পরিক্ষা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু নবীর আপমান কোন ভাবে সয্য করা হবে না।
বাংলাদেশ খোলাফত মজলিসের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারখোলা কদমতলা মাদ্রাসার পরিচালক মাও:মো:কুরসি, বিষেশ অতিথির বক্তব্য রাখেন বি,এন,পির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের প্রেসিডেন্ট মো: হারুন আল রসিদ, উক্ত সভার সভাপত্তিত্ব করেন মো: আবুহুুরায়রা, সাধারন সম্পাদক আ: কাদের, সাংগঠনিক মো: সাইফুল ইসলাম,
খেলাফত মজ‌লি‌স ও কচু‌ড়িয়া হিলফুল ফুযুল যুব সং‌ঘের নির্বাহী সদস‌্য মুফ‌তি শ‌ফিকুল ইসলাম শ‌ফিক সহ আরো অ‌নে‌কে ।
সক‌লের বক্তব‌্য : ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক নি‌তেশ ন‌ারায়ন রানে কর্তৃক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি ক‌রেন প্রতিবাদ কারীরা ।
বক্তব‌্য শেষে বিশাল এক প্রতিবাদী মি‌ছিল শ্লোগান নি‌য়ে উপ‌জেলা , কে আর কলেজ ও বিশ্ব‌রোড হ‌য়ে শুরুর স্থা‌নে এসে মুনাজাত ও দে‌ায়ার মাধ‌্যমে শেষ হয় ।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ‌মোল্লাহাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

প্রকাশিত সময় : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

####

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলা‌দেশ খেলাফত যুব মজ‌লি‌স ও ছাত্র মজ‌লিস এর আয়োজ‌নে মোল্লাহা‌টে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ক‌রে ক‌লিজা‌তে আঘাত পাওয়া মুস‌লিম জনত‌া । র‌বিবার ২৯ শে সেপ্টেম্বর বিকাল ৩ টায় মোল্লাহাট বাজার সোনালী ব‌্যাং‌কের সামনে এ প্রতিবাদী ও বি‌ক্ষোভ সা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
কচু‌ড়িয়া হিলফুল ফুযুল যুব সং‌ঘ সহ বি‌ভিন্ন স্থা‌নের সংঘঠন ও ধর্মপ্রাণ মুসলমানরা সমা‌বে‌শে হ‌াজির হয়ে প্রতিবাদ জানাই ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ভারতে কোন সংখালঘু জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্টের মুসলিম জনতা। এ ধরনের অন্যায় কোনভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে এবং কটুক্তিকারীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন অন্তবর্তীকালিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড: মো: ইউনুসের কাছে আমাদের বিষেশ অনুরোধ রাষ্টিয়ভাবে ভারতের বিরূদ্ধে প্রতিবাদ জানাতে হবে। মুসলমানের ঈমানের পরিক্ষা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু নবীর আপমান কোন ভাবে সয্য করা হবে না।
বাংলাদেশ খোলাফত মজলিসের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারখোলা কদমতলা মাদ্রাসার পরিচালক মাও:মো:কুরসি, বিষেশ অতিথির বক্তব্য রাখেন বি,এন,পির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের প্রেসিডেন্ট মো: হারুন আল রসিদ, উক্ত সভার সভাপত্তিত্ব করেন মো: আবুহুুরায়রা, সাধারন সম্পাদক আ: কাদের, সাংগঠনিক মো: সাইফুল ইসলাম,
খেলাফত মজ‌লি‌স ও কচু‌ড়িয়া হিলফুল ফুযুল যুব সং‌ঘের নির্বাহী সদস‌্য মুফ‌তি শ‌ফিকুল ইসলাম শ‌ফিক সহ আরো অ‌নে‌কে ।
সক‌লের বক্তব‌্য : ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক নি‌তেশ ন‌ারায়ন রানে কর্তৃক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি ক‌রেন প্রতিবাদ কারীরা ।
বক্তব‌্য শেষে বিশাল এক প্রতিবাদী মি‌ছিল শ্লোগান নি‌য়ে উপ‌জেলা , কে আর কলেজ ও বিশ্ব‌রোড হ‌য়ে শুরুর স্থা‌নে এসে মুনাজাত ও দে‌ায়ার মাধ‌্যমে শেষ হয় ।