১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজ ভূমিকম্পে কেঁপে উঠলো এবার ভারতের সিকিম রাজ্য

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৩ পড়েছেন

###    তুরস্ক ও সিরিয়ার ভয়াবহতা শেষ হতে না হতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের সিকিম রাজ্য। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আঘাত হানে ভূমিকম্পটি।সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। যার ফলে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে। এর আগে, রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

উল্লেখ্য, সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ ভূমিকম্পের ফলে। সেখানে উদ্ধারকাজ এখনও চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

আজ ভূমিকম্পে কেঁপে উঠলো এবার ভারতের সিকিম রাজ্য

প্রকাশিত সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

###    তুরস্ক ও সিরিয়ার ভয়াবহতা শেষ হতে না হতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের সিকিম রাজ্য। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আঘাত হানে ভূমিকম্পটি।সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। যার ফলে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে। এর আগে, রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

উল্লেখ্য, সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ ভূমিকম্পের ফলে। সেখানে উদ্ধারকাজ এখনও চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।##