০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় তুচ্ছ ঘটনায় বখাটের কিল-ঘুষিতে প্রাণ গেলো ভ্যান চালকের

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ৩২৪ পড়েছেন

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকের উপর্যুপরি কিল-ঘুষিতে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এদিকে হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবীতে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মামারঘাটের দিকে ভ্যান চালিয়ে যাচ্ছিল ওই ভ্যান চালক মোঃ আলআমিন (৪৫)। তখন আলআমিনের ইজি ভ্যানের (ইন্জিন চালিত) সাথে শরীরে সামান্য ধাক্কা লাগে বখাটে যুবক হেলাল ভূইয়ার (২৪)। ওই সময় বখাটে হেলাল ও ভ্যান চালকের মধ্যে এনিয়ে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল ভ্যান চালক আলআমিনকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই ভ্যান চালকের। পরে ওই বখাটে যুবক হেলাল নিজেই রাস্তায় লুটিয়ে পড়া ভ্যান চালককে সেখান থেকে তুলে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ আলআমিনকে মৃত বলে ঘোষণা করেন। আলআমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতেই হাসপাতাল থেকে সটকে পড়েন বখাটে হেলাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ বলেন, ঘটনাস্থলেই ভ্যান চালক আলআমিনের মৃত্যু হয়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন। এছাড়া হাসপাতালে ছুটে যান মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবক হেলালের কিল-ঘুষিতে মারা গেছেন ভ্যান চালক আলআমিন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে অভিযুক্ত হত্যাকারী হেলালকে গ্রেফতারে পুলিশের ৬টি টিম অভিযান চালাচ্ছেন।

নিহত আলআমিন শহরতলীর মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। আলআমিনের এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। হতদরিদ্র ভ্যান চালক আলআমিনের স্ত্রীও ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করেন।

অভিযুক্ত বখাটে যুবক হেলাল ভূইয়া মোংলা স্থায়ী-অস্থায়ী বন্দর পারাপার সমবায় সমিতির সভাপতি শহীদুল ভূইয়ার মেজো ছেলে।

মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম বলেন, শহীদুল ভূইয়ার ছেলে হেলাল ভূইয়া একজন বখাটে ও নিয়মিত মাদকসেবী। তার বিরুদ্ধে মারামারিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা ও অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, ভ্যানের সাথে সামান্য ধাক্কা লাগায় আমাদের ইউনিয়নের সদস্য ভ্যান চালক আলআমিনকে কুলঘুষি মেরে হত্যা করেছেন। আমরা এ হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানাচ্ছি। সেলিম আরো বলেন, হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবীতে ঘটনার পরপরই শহরে বিক্ষোভ করেছেন রিকশা ভ্যান ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তারা বলেন, বুধবার সন্ধ্যার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরের সকল রিকশা-ভ্যান চলাচল বন্ধ করে দেয়া হবে। #

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

মোংলায় তুচ্ছ ঘটনায় বখাটের কিল-ঘুষিতে প্রাণ গেলো ভ্যান চালকের

প্রকাশিত সময় : ০৮:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকের উপর্যুপরি কিল-ঘুষিতে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এদিকে হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবীতে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মামারঘাটের দিকে ভ্যান চালিয়ে যাচ্ছিল ওই ভ্যান চালক মোঃ আলআমিন (৪৫)। তখন আলআমিনের ইজি ভ্যানের (ইন্জিন চালিত) সাথে শরীরে সামান্য ধাক্কা লাগে বখাটে যুবক হেলাল ভূইয়ার (২৪)। ওই সময় বখাটে হেলাল ও ভ্যান চালকের মধ্যে এনিয়ে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল ভ্যান চালক আলআমিনকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই ভ্যান চালকের। পরে ওই বখাটে যুবক হেলাল নিজেই রাস্তায় লুটিয়ে পড়া ভ্যান চালককে সেখান থেকে তুলে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ আলআমিনকে মৃত বলে ঘোষণা করেন। আলআমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতেই হাসপাতাল থেকে সটকে পড়েন বখাটে হেলাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ বলেন, ঘটনাস্থলেই ভ্যান চালক আলআমিনের মৃত্যু হয়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন। এছাড়া হাসপাতালে ছুটে যান মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবক হেলালের কিল-ঘুষিতে মারা গেছেন ভ্যান চালক আলআমিন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে অভিযুক্ত হত্যাকারী হেলালকে গ্রেফতারে পুলিশের ৬টি টিম অভিযান চালাচ্ছেন।

নিহত আলআমিন শহরতলীর মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। আলআমিনের এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। হতদরিদ্র ভ্যান চালক আলআমিনের স্ত্রীও ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করেন।

অভিযুক্ত বখাটে যুবক হেলাল ভূইয়া মোংলা স্থায়ী-অস্থায়ী বন্দর পারাপার সমবায় সমিতির সভাপতি শহীদুল ভূইয়ার মেজো ছেলে।

মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম বলেন, শহীদুল ভূইয়ার ছেলে হেলাল ভূইয়া একজন বখাটে ও নিয়মিত মাদকসেবী। তার বিরুদ্ধে মারামারিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা ও অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, ভ্যানের সাথে সামান্য ধাক্কা লাগায় আমাদের ইউনিয়নের সদস্য ভ্যান চালক আলআমিনকে কুলঘুষি মেরে হত্যা করেছেন। আমরা এ হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানাচ্ছি। সেলিম আরো বলেন, হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবীতে ঘটনার পরপরই শহরে বিক্ষোভ করেছেন রিকশা ভ্যান ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তারা বলেন, বুধবার সন্ধ্যার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরের সকল রিকশা-ভ্যান চলাচল বন্ধ করে দেয়া হবে। #