মোঃ আবু বকর সিদ্দিক মোংলা প্রতিনিধি :
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ‘মা’ ইলিশ রক্ষার ২২দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে ও জাটকা সংরক্ষণে চলতি বছরের ১লা নভেম্বর থেকে আগামী বছরের ৩০জুন পর্যন্ত সাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার এ ৮মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে কোস্ট গার্ড। এদিকে সোমবার (৬অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা ও সুন্দরবনের পশুর নদীতে জাটকা রক্ষায় অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম। দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ১লা নভেম্বর’২০২৩ইং থেকে ৩০জুন’২০২৪ইং পর্যন্ত ৮মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিগত বছরের ন্যায় এবারও সকল ষ্টেশন ও আউটপোস্ট থেকে জাটকা নিধন প্রতিরোধ অভিযানের টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে।
এর প্রেক্ষিতে কোস্ট গার্ড পশিম জোন পিরোজপুরের ভান্ডারিয়া ও নেসারাবাদে দুইটি অস্থায়ী কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবরোধ পরিস্থিতিতেও কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন এলাকার নদী বন্দরগুলোতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল স্টেশন, আউটপোস্ট হতে নিজ নিজ এলাকার লঞ্চ, খেয়া, ফেরি ঘাটে নিরাপত্তা টহল প্রদানসহ সন্দেহজনক ব্যক্তি, বোট, নৌযানে তল্লাসী করা হচ্ছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। #