০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‌মোল্লাহ‌টে মোবাইল ‌দোকানে চু‌রির ঘটনায় দুই চোর‌ গ্রেপ্তার

####

গত ইং ২১/০৫/২০২৪ তারিখ মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনের দিন ভোর ০৫.১৮ হতে ভোর ০৫.৫০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোল্লাহাট বাজারে মোঃ রেজাউল করিম (ইউ.পি সদস্য) এর মোবাইলের শোরুমের তালা কাঁটিয়া শোরুমে থাকা নগদ ১,৩৫,০০০/- টাকা ও বিভিন্ন কোম্পানির ১৩৫ (একশত পয়ত্রিশ)-টি স্মার্ট ফোন, যাহার মূল্য অনুমান ২০,০০,০০০/- টাকা চুরি করিয়া নিয়া যায়।

 চুরির ঘটনায় মোল্লাহাট থানার মামলা নং-১১, তাং-২২/০৫/০২২৪ ইং, ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড রুজু হওয়ার পর মোল্লাহাট থানার একটি চৌকস পুলিশ টিম (এসআই(নিঃ) মোঃ তৌহিদুল ইসলাম, এসআই(নিঃ) বুলবুল আহমেদ, কং/১৩৩৮ মোখলেছুর রহমান ও কং/১৩৪৭ সৈয়দ হাসিবুল হাসান) কক্সবাজার জেলার রামু থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া বাদীর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে এবং উক্ত চুরির সাথে জড়িত আসামী ১। আবুল মুনছুর (১৯), পিতা-এমদাদ মিয়া, মাতা-রুকেয়া বেগম ২। মোঃ নুর উদ্দিন(২৩), পিতা-মোঃ আব্দুল্লাহ, মাতা-তুবারকি বেগম, উভয় সাং-পূর্ব তিতারপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার-দ্বয়কে গ্রেফতার করে ইং ০১/০৭/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বাদীর চুরি যাওয়া নগদ টাকা ও বাকি মোবাইল ফোন উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

‌মোল্লাহ‌টে মোবাইল ‌দোকানে চু‌রির ঘটনায় দুই চোর‌ গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

####

গত ইং ২১/০৫/২০২৪ তারিখ মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনের দিন ভোর ০৫.১৮ হতে ভোর ০৫.৫০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোল্লাহাট বাজারে মোঃ রেজাউল করিম (ইউ.পি সদস্য) এর মোবাইলের শোরুমের তালা কাঁটিয়া শোরুমে থাকা নগদ ১,৩৫,০০০/- টাকা ও বিভিন্ন কোম্পানির ১৩৫ (একশত পয়ত্রিশ)-টি স্মার্ট ফোন, যাহার মূল্য অনুমান ২০,০০,০০০/- টাকা চুরি করিয়া নিয়া যায়।

 চুরির ঘটনায় মোল্লাহাট থানার মামলা নং-১১, তাং-২২/০৫/০২২৪ ইং, ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড রুজু হওয়ার পর মোল্লাহাট থানার একটি চৌকস পুলিশ টিম (এসআই(নিঃ) মোঃ তৌহিদুল ইসলাম, এসআই(নিঃ) বুলবুল আহমেদ, কং/১৩৩৮ মোখলেছুর রহমান ও কং/১৩৪৭ সৈয়দ হাসিবুল হাসান) কক্সবাজার জেলার রামু থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া বাদীর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে এবং উক্ত চুরির সাথে জড়িত আসামী ১। আবুল মুনছুর (১৯), পিতা-এমদাদ মিয়া, মাতা-রুকেয়া বেগম ২। মোঃ নুর উদ্দিন(২৩), পিতা-মোঃ আব্দুল্লাহ, মাতা-তুবারকি বেগম, উভয় সাং-পূর্ব তিতারপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার-দ্বয়কে গ্রেফতার করে ইং ০১/০৭/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বাদীর চুরি যাওয়া নগদ টাকা ও বাকি মোবাইল ফোন উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। ##