১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যানের লুকানো ১৯ বস্তা সরকারি খাদ্য উদ্ধার

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • ৫৯১ পড়েছেন

 

এম এম মফিজুর রহমান :

বাগেরহাটের মোল্লাহাটে ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের বিরুদ্ধে গরিবদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সামগ্রী কৌশলে দোকানে রাখার অভিযোগ পেয়ে গভীর রাতে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর বাজারের জনৈক ইসমাইলের দোকানের গোডাউন থেকে এ (১৯ বস্তা) খাদ্য সামগ্রী উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

স্থানীয়রা জানান, কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্য আকাশ এই খাদ্য সামগ্রী প্রকৃত দরিদ্র পরিবারকে না দিয়ে কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে দোকানের গোডাউনে রেখেছিল। এর যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার বলেন, ঈদুল-ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইসমাইল হোসেন শেখ নামের এক ব্যবসায়ী মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউন থেকে ১৯ বস্তা খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছিল। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বলেন, চালগুলো ঈদের দিন দেওয়ার জন্য ওই দোকানে মজুদ করা হয়েছিল। তবে ঈদের আগে কেন চালগুলো বিতরণ করা হয়নি, সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি এই জনপ্রতিনিধি।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যানের লুকানো ১৯ বস্তা সরকারি খাদ্য উদ্ধার

প্রকাশিত সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

 

এম এম মফিজুর রহমান :

বাগেরহাটের মোল্লাহাটে ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের বিরুদ্ধে গরিবদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সামগ্রী কৌশলে দোকানে রাখার অভিযোগ পেয়ে গভীর রাতে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর বাজারের জনৈক ইসমাইলের দোকানের গোডাউন থেকে এ (১৯ বস্তা) খাদ্য সামগ্রী উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

স্থানীয়রা জানান, কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্য আকাশ এই খাদ্য সামগ্রী প্রকৃত দরিদ্র পরিবারকে না দিয়ে কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে দোকানের গোডাউনে রেখেছিল। এর যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার বলেন, ঈদুল-ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইসমাইল হোসেন শেখ নামের এক ব্যবসায়ী মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউন থেকে ১৯ বস্তা খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছিল। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বলেন, চালগুলো ঈদের দিন দেওয়ার জন্য ওই দোকানে মজুদ করা হয়েছিল। তবে ঈদের আগে কেন চালগুলো বিতরণ করা হয়নি, সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি এই জনপ্রতিনিধি।