০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‌মোল্লাহা‌টে হিলফুল ফুযুল যুব সংঘ কর্তৃক নদীর কচু‌ড়িপানা পরিস্কার

####

মোল্লাহাটে  বহু‌দিন প‌রে কচু‌ড়িপানার দূ‌র্ভোগক থে‌কে মু‌ক্তি পেলো ভোগা‌ন্তিতে থাকা এলাকা বা‌সি । উপ‌জেলার কচু‌ড়িয়া খাঁ বাজার সংলগ্ন নদী‌টি পাটগা‌তি মধুম‌তি নদীর শাখা বড়গু‌নি নলুয়া হ‌য়ে নদীর ওপা‌রে চিতলমারী উপ‌জেলার লক্ষীপুর , চিলনী , কালনী এবং এপা‌রে মোল্লাহা‌টের কচুড়িয়া , কোদা‌লিয়া ঘেঁ‌সে জয়‌ডে‌হির দি‌কে গে‌ছে নদী‌টি । অ‌নেক‌দিন যাবত নদী‌তে কচু‌ড়িপানা জমাট বে‌ঁধে থাকায় সাধারণ মানুষ নদীতে ঠিকমত গোসল কর‌তে পার‌ছেনা । জে‌লেরা নদী থে‌কে মাছ ধরা এবং নৌকা নি‌য়ে যে‌তে পার‌ছেনা , গৃহ কা‌জে পা‌নি ব্যবহা‌রের অ‌যোগ্য হ‌য়ে প‌রে‌ছে । চুলকা‌নি সহ বি‌ভিন্ন পা‌নিবা‌হিত রো‌গের ঝুঁ‌কি । এ দূর্ববস্থ‌া দে‌খে “কচু‌ড়িয়া হিলফুল ফুযুল যুব সংঘ” দ্রুত নদী ‌থে‌কে কচু‌ড়িপানা প‌রিষ্কারের সিদ্ধান্ত নেন ।

গ‌ত ২৭ জুন বৃহস্প‌তিবার সদস্যরা কচু‌ড়িপানা প‌রিষ্কা‌রের কাজ শরু ক‌রে।  এবং ৬ জুলাই স‌নিবার কাজ শেষ ক‌রে । বৃ‌ষ্টি কাঁদা উ‌পেক্ষা না ক‌রে এ ক‌য়েক‌দি‌নের ম‌ধ্যে প্রায় আধা কি‌লো‌মিটার কচু‌ড়িপানা উ‌ঠি‌য়ে স্তুুব ও কিছু অপসরণ ক‌রে নদী প‌রিষ্কার করা হয় ।

‌বি‌শিষ্ট সমাজ সেবক আবুল খা‌য়ের শেখ ব‌লেন, কচু‌ড়িপানা ভরা‌টের কার‌ণে নদী থে‌কে নৌকা চল‌াচল সহ জে‌লেরা মাছ ধর‌তে পারতনা , মানুষ ঠিকমত গোসল কর‌তে পার‌তনা , গাঁ চুলকা‌তো এখন নদীতে খেলাম স্রোত বয়‌ছে‌ অ‌নেক মানুষ ‌আন‌ন্দে গোসল কর‌ছে ।

‌শিরাজুল হক শরীফ ব‌লেন, এ সংঘঠ‌নের কাজ হ‌লো এলাকার শা‌ন্তি শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন মূলক কা‌জ করা, নদীর কচু‌ড়িপানা প‌রিষ্কার ক‌রা‌তে মানু‌ষের খুবই উপকার হ‌য়ে‌ছে , এখন মানুষ ডু‌বি‌য়ে ও সাঁত‌রি‌য়ে গোসল কর‌তে পার‌ছে ।

পিরু বেগম গোসল কর‌তে এস‌ে ব‌লেন , আ‌নেক‌দিন প‌রে নদী‌তে গোসল কর‌তে আসলাম, এবং রান্নার কা‌জে ও পা‌নি নি‌য়ে যা‌বো । আগে কচু‌ড়িপানা ভরা থাকায় ডুব দেওয়ার মত ফাঁকা ছিলনা । তোমা‌দের প‌রে আমরা সবাই খুবই খু‌শি । মোশা‌রেফ মোল্লা ব‌লেন , এটা অত্যান্ত ভা‌লো কাজ, তোমরা এ‌গি‌য়ে চ‌লো তোমা‌দের সা‌থে আ‌ছি , থাক‌বো ইনশাআল্লাহ ।

বা‌গেরহা‌টের মোল্লাহাট উপ‌জেলার কোদা‌লিয়া ইউ‌নিয়‌নের ৭ নং ওয়ার্ড কচু‌ড়িয়া গ্রা‌মের একদল যুব‌কেরা মিলে সামা‌জিক উন্নয়ন মূলক কাজ করার উ‌দ্দেশ্য ২০২১ ইং “হিলফুল ফুযুল যুব সংঘ” না‌মে এক‌টি সংঘঠন ক‌রে । সেই থে‌কে হা‌টি হা‌টি পা পা ক‌রে এ‌গি‌য়ে চ‌লে‌ছে এবং কাজ কর‌ছে রুলস্ অনুযায়ী ।

হিলফুল ফুযুল যুব সংঘ এর সভাপ‌তি মাওলানা মামুনুর রশীদ ব‌লেন, সামা‌জি‌ক উন্নয়ন মূলক য‌তে‌া কাজ আ‌ছে ইনশাইল্লাহ আমরা সব কর‌বো , সবাই এ সংঘঠ‌নের সদস্য হ‌বেন এবং আমরা চাই এলাকার মুরা‌ব্বি সহ সবাই আমা‌দের ভা‌লো কা‌জের সাহায্য ,সহ‌যো‌গিতা ও আমা‌দের জন্য দোয়া কর‌বেন ।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

‌মোল্লাহা‌টে হিলফুল ফুযুল যুব সংঘ কর্তৃক নদীর কচু‌ড়িপানা পরিস্কার

প্রকাশিত সময় : ০৯:৪১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

####

মোল্লাহাটে  বহু‌দিন প‌রে কচু‌ড়িপানার দূ‌র্ভোগক থে‌কে মু‌ক্তি পেলো ভোগা‌ন্তিতে থাকা এলাকা বা‌সি । উপ‌জেলার কচু‌ড়িয়া খাঁ বাজার সংলগ্ন নদী‌টি পাটগা‌তি মধুম‌তি নদীর শাখা বড়গু‌নি নলুয়া হ‌য়ে নদীর ওপা‌রে চিতলমারী উপ‌জেলার লক্ষীপুর , চিলনী , কালনী এবং এপা‌রে মোল্লাহা‌টের কচুড়িয়া , কোদা‌লিয়া ঘেঁ‌সে জয়‌ডে‌হির দি‌কে গে‌ছে নদী‌টি । অ‌নেক‌দিন যাবত নদী‌তে কচু‌ড়িপানা জমাট বে‌ঁধে থাকায় সাধারণ মানুষ নদীতে ঠিকমত গোসল কর‌তে পার‌ছেনা । জে‌লেরা নদী থে‌কে মাছ ধরা এবং নৌকা নি‌য়ে যে‌তে পার‌ছেনা , গৃহ কা‌জে পা‌নি ব্যবহা‌রের অ‌যোগ্য হ‌য়ে প‌রে‌ছে । চুলকা‌নি সহ বি‌ভিন্ন পা‌নিবা‌হিত রো‌গের ঝুঁ‌কি । এ দূর্ববস্থ‌া দে‌খে “কচু‌ড়িয়া হিলফুল ফুযুল যুব সংঘ” দ্রুত নদী ‌থে‌কে কচু‌ড়িপানা প‌রিষ্কারের সিদ্ধান্ত নেন ।

গ‌ত ২৭ জুন বৃহস্প‌তিবার সদস্যরা কচু‌ড়িপানা প‌রিষ্কা‌রের কাজ শরু ক‌রে।  এবং ৬ জুলাই স‌নিবার কাজ শেষ ক‌রে । বৃ‌ষ্টি কাঁদা উ‌পেক্ষা না ক‌রে এ ক‌য়েক‌দি‌নের ম‌ধ্যে প্রায় আধা কি‌লো‌মিটার কচু‌ড়িপানা উ‌ঠি‌য়ে স্তুুব ও কিছু অপসরণ ক‌রে নদী প‌রিষ্কার করা হয় ।

‌বি‌শিষ্ট সমাজ সেবক আবুল খা‌য়ের শেখ ব‌লেন, কচু‌ড়িপানা ভরা‌টের কার‌ণে নদী থে‌কে নৌকা চল‌াচল সহ জে‌লেরা মাছ ধর‌তে পারতনা , মানুষ ঠিকমত গোসল কর‌তে পার‌তনা , গাঁ চুলকা‌তো এখন নদীতে খেলাম স্রোত বয়‌ছে‌ অ‌নেক মানুষ ‌আন‌ন্দে গোসল কর‌ছে ।

‌শিরাজুল হক শরীফ ব‌লেন, এ সংঘঠ‌নের কাজ হ‌লো এলাকার শা‌ন্তি শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন মূলক কা‌জ করা, নদীর কচু‌ড়িপানা প‌রিষ্কার ক‌রা‌তে মানু‌ষের খুবই উপকার হ‌য়ে‌ছে , এখন মানুষ ডু‌বি‌য়ে ও সাঁত‌রি‌য়ে গোসল কর‌তে পার‌ছে ।

পিরু বেগম গোসল কর‌তে এস‌ে ব‌লেন , আ‌নেক‌দিন প‌রে নদী‌তে গোসল কর‌তে আসলাম, এবং রান্নার কা‌জে ও পা‌নি নি‌য়ে যা‌বো । আগে কচু‌ড়িপানা ভরা থাকায় ডুব দেওয়ার মত ফাঁকা ছিলনা । তোমা‌দের প‌রে আমরা সবাই খুবই খু‌শি । মোশা‌রেফ মোল্লা ব‌লেন , এটা অত্যান্ত ভা‌লো কাজ, তোমরা এ‌গি‌য়ে চ‌লো তোমা‌দের সা‌থে আ‌ছি , থাক‌বো ইনশাআল্লাহ ।

বা‌গেরহা‌টের মোল্লাহাট উপ‌জেলার কোদা‌লিয়া ইউ‌নিয়‌নের ৭ নং ওয়ার্ড কচু‌ড়িয়া গ্রা‌মের একদল যুব‌কেরা মিলে সামা‌জিক উন্নয়ন মূলক কাজ করার উ‌দ্দেশ্য ২০২১ ইং “হিলফুল ফুযুল যুব সংঘ” না‌মে এক‌টি সংঘঠন ক‌রে । সেই থে‌কে হা‌টি হা‌টি পা পা ক‌রে এ‌গি‌য়ে চ‌লে‌ছে এবং কাজ কর‌ছে রুলস্ অনুযায়ী ।

হিলফুল ফুযুল যুব সংঘ এর সভাপ‌তি মাওলানা মামুনুর রশীদ ব‌লেন, সামা‌জি‌ক উন্নয়ন মূলক য‌তে‌া কাজ আ‌ছে ইনশাইল্লাহ আমরা সব কর‌বো , সবাই এ সংঘঠ‌নের সদস্য হ‌বেন এবং আমরা চাই এলাকার মুরা‌ব্বি সহ সবাই আমা‌দের ভা‌লো কা‌জের সাহায্য ,সহ‌যো‌গিতা ও আমা‌দের জন্য দোয়া কর‌বেন ।##