০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যশোর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-৬, আহত-৩

  • অফিস ডেক্স
  • প্রকাশিত সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ৪৫ পড়েছেন

যশোরের মনিরপুরে ও সাতক্ষীরার আশাশুনিতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত ও ৩জন আহত হয়েছে। শুক্রবার সকালে ও বৃহষ্পতিবার রাতে এ দূর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে এ ত্যথ জানা গেছে।  শুক্রবার সকালে যশোরের মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার একটি খাবার হোটেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতরা হলো- হাবিবুর রহমান পচা, তার সাত বছরের সন্তান মো: তাহসিন, সামসুর রহমান, মো: তৌহিদুল ইসলাম ও মো: জিয়াউর রহমান। নিহত পাঁচজন মনিরামপুর উপজেলার টুনিয়াঘেরা ও জয়পুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে মনিরামপুরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ে। এসময়ে সেখানে কয়েকজন সকালের খাবার খাচ্ছিল। ঘটনাস্থলে ৫ জন নিহত হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাগারিতলার ১০ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে আশাশুনি উপজেলাধীন আশাশুনি-ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড় এলাকায় দূর্ঘটনায় দেবাশীষ সরকার নামে একজন নিহত ও তিনজন আহত হয়। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের অজয় চন্দ্র সরকারের ছেলে। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক। শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, দেবাশীষ ও অভিজিৎসহ ১০/১২ জন লোক রাতে আশাশুনি -ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে দাঁড়িয়েছিল। রাত সাড়ে দশটার দিকে নাকতাড়া গামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের গায়ের উপর উঠিয়ে দেয়। এতে দেবাশীষ সরকার, অভিজিৎ সরকার, মোটরসাইকেল চালক মেহেদী হাসান ও আরোহী মাহমুদুল্লাহ গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দেবাশীষ সরকার মারা যায়। আহত অভিজিৎ সরকার, মেহেদী হাসান ও মাহমুদুল্লাহ কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎ সরকার ও মেহেদী হাসানকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

যশোর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-৬, আহত-৩

প্রকাশিত সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

যশোরের মনিরপুরে ও সাতক্ষীরার আশাশুনিতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত ও ৩জন আহত হয়েছে। শুক্রবার সকালে ও বৃহষ্পতিবার রাতে এ দূর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে এ ত্যথ জানা গেছে।  শুক্রবার সকালে যশোরের মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার একটি খাবার হোটেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতরা হলো- হাবিবুর রহমান পচা, তার সাত বছরের সন্তান মো: তাহসিন, সামসুর রহমান, মো: তৌহিদুল ইসলাম ও মো: জিয়াউর রহমান। নিহত পাঁচজন মনিরামপুর উপজেলার টুনিয়াঘেরা ও জয়পুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে মনিরামপুরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ে। এসময়ে সেখানে কয়েকজন সকালের খাবার খাচ্ছিল। ঘটনাস্থলে ৫ জন নিহত হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাগারিতলার ১০ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে আশাশুনি উপজেলাধীন আশাশুনি-ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড় এলাকায় দূর্ঘটনায় দেবাশীষ সরকার নামে একজন নিহত ও তিনজন আহত হয়। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের অজয় চন্দ্র সরকারের ছেলে। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক। শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, দেবাশীষ ও অভিজিৎসহ ১০/১২ জন লোক রাতে আশাশুনি -ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে দাঁড়িয়েছিল। রাত সাড়ে দশটার দিকে নাকতাড়া গামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের গায়ের উপর উঠিয়ে দেয়। এতে দেবাশীষ সরকার, অভিজিৎ সরকার, মোটরসাইকেল চালক মেহেদী হাসান ও আরোহী মাহমুদুল্লাহ গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দেবাশীষ সরকার মারা যায়। আহত অভিজিৎ সরকার, মেহেদী হাসান ও মাহমুদুল্লাহ কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎ সরকার ও মেহেদী হাসানকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।