০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচন জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক মতবিনিময় সভা :

রাজনৈতিক সংকট নিরসণে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই

####

বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে পৌঁছাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই। একই সাথে ঘনীভুত রাজনৈতিক সংকট নিরসনে সকল পক্ষের সহনশীলতা ও ঐক্যমত প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।বৃহষ্পতিবার সকাল ১১টায় খুলনায় ‘নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় তারা এ মতামত তুলে ধরেন।ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়া কর্মীরা অংশগ্রহন করেন।

বিইআই-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম.হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) খুলনা মহানগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক সৈয়দ রেহানা ঈসা, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সদস্য মো: মনিরুজ্জামান মন্টু, জাতীয় পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান, মহানগর কমিটির সহসভাপতি অধ্যাপক মো: গাউসুল আজম, এএসএম তৈয়ব হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর কমিটির সহসভাপতি শেখ মো: নাসিরউদ্দীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ)জেলা কমিটির আহবায়ক জনার্দন দত্ত নান্টু, জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাকের পার্টির মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী বিল্টু, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সুশাসনের জন্য নাগরিক(সুজন)-এর সাধারণ সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু, সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব ও দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে। এজন্য সকল পক্ষের সহনশীলতা ও ঐক্যমত প্রয়োজন।আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই বলেও মতামত ব্যক্ত করেন।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

চিতলমারী প্রেসক্লাব সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নির্বাচন জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক মতবিনিময় সভা :

রাজনৈতিক সংকট নিরসণে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই

প্রকাশিত সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

####

বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে পৌঁছাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই। একই সাথে ঘনীভুত রাজনৈতিক সংকট নিরসনে সকল পক্ষের সহনশীলতা ও ঐক্যমত প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।বৃহষ্পতিবার সকাল ১১টায় খুলনায় ‘নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় তারা এ মতামত তুলে ধরেন।ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়া কর্মীরা অংশগ্রহন করেন।

বিইআই-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম.হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) খুলনা মহানগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক সৈয়দ রেহানা ঈসা, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সদস্য মো: মনিরুজ্জামান মন্টু, জাতীয় পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান, মহানগর কমিটির সহসভাপতি অধ্যাপক মো: গাউসুল আজম, এএসএম তৈয়ব হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর কমিটির সহসভাপতি শেখ মো: নাসিরউদ্দীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ)জেলা কমিটির আহবায়ক জনার্দন দত্ত নান্টু, জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাকের পার্টির মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী বিল্টু, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সুশাসনের জন্য নাগরিক(সুজন)-এর সাধারণ সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু, সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব ও দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে। এজন্য সকল পক্ষের সহনশীলতা ও ঐক্যমত প্রয়োজন।আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই বলেও মতামত ব্যক্ত করেন।##