০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রামপালের মুজিবনগরে মৎস্য ঘের দখলে নিতে হামলা লুটপাটের অভিযোগ

####

রামপালের মুজিবনগরে মৎস্য ঘের দখলে নিতে হামলা করে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, জানা গেছে উপজেলার বাশতলী গ্রামের মৃত শেখ আঃ আওয়ালের ছেলে মোঃ মিজানুর রহমান মুজিবনগর ও রোমজাইপুরের উত্তরের খোলায় একটি ১০১ বিঘার মৎস্য ঘের করে আসছেন। গত কয়েক দিন পূর্বে পূর্ণিমার জোয়ারের তোড়ে ঘেরটি ভেঙ্গে যায়। ঘেরটি মেরামত করে বেড়ি বাঁধ দিতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মারপিট করে। আহতরা হলেন শেখ শাহিনুর রহমান, খান আঃ জব্বার, ডালিম খান, শেখ হাফিজুর রহমান। ঘটনার দিন গত ইংরেজি (২৪ জুলাই) বুধবার বেড়ি বাঁধ মেরামতের কাজ করতে থাকলে মুজিবনগর গ্রামের শেখ সরোয়ার হোসেন, শেখ হাবিবুর রহমান, শেখ শরিফুল ইসলাম, শেখ মুকুল, শেখ সোলাইমান, শেখ আরিফ, শেখ বেলাল, শেখ ইমরান, শেখ মোস্তাফিজুর রহমানসহ অজ্ঞাত ৪/৫ জন হামলা করে মারপিট করে তাড়িয়ে দেয়। এ সময় প্রতিপক্ষরা রাতে জাল পেতে ২ লক্ষ টাকার মাছ লুট করে নেয়। ঘের মালিক মিজানুর রহমান অভিযোগ করে জানান, মুজিবনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শেখ সোহেল, শেখ আলামিন, শেখ ইউসুফ আলী, শেখ আজমল লাঠিসোটা নিয়ে আমাদের মারপিট করে। আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত বাশতলী ইউপি সদস্য শেখ সরোয়ার হোসেন এর মুৃঠোফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মিজানদের ঘের দখল করিনি। বরং তারা তাদের ঘের ভেঙ্গে দিয়ে আমাদের মাছ ভাসিয়ে দিয়েছে। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

রামপালের মুজিবনগরে মৎস্য ঘের দখলে নিতে হামলা লুটপাটের অভিযোগ

প্রকাশিত সময় : ০৭:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

####

রামপালের মুজিবনগরে মৎস্য ঘের দখলে নিতে হামলা করে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, জানা গেছে উপজেলার বাশতলী গ্রামের মৃত শেখ আঃ আওয়ালের ছেলে মোঃ মিজানুর রহমান মুজিবনগর ও রোমজাইপুরের উত্তরের খোলায় একটি ১০১ বিঘার মৎস্য ঘের করে আসছেন। গত কয়েক দিন পূর্বে পূর্ণিমার জোয়ারের তোড়ে ঘেরটি ভেঙ্গে যায়। ঘেরটি মেরামত করে বেড়ি বাঁধ দিতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মারপিট করে। আহতরা হলেন শেখ শাহিনুর রহমান, খান আঃ জব্বার, ডালিম খান, শেখ হাফিজুর রহমান। ঘটনার দিন গত ইংরেজি (২৪ জুলাই) বুধবার বেড়ি বাঁধ মেরামতের কাজ করতে থাকলে মুজিবনগর গ্রামের শেখ সরোয়ার হোসেন, শেখ হাবিবুর রহমান, শেখ শরিফুল ইসলাম, শেখ মুকুল, শেখ সোলাইমান, শেখ আরিফ, শেখ বেলাল, শেখ ইমরান, শেখ মোস্তাফিজুর রহমানসহ অজ্ঞাত ৪/৫ জন হামলা করে মারপিট করে তাড়িয়ে দেয়। এ সময় প্রতিপক্ষরা রাতে জাল পেতে ২ লক্ষ টাকার মাছ লুট করে নেয়। ঘের মালিক মিজানুর রহমান অভিযোগ করে জানান, মুজিবনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শেখ সোহেল, শেখ আলামিন, শেখ ইউসুফ আলী, শেখ আজমল লাঠিসোটা নিয়ে আমাদের মারপিট করে। আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত বাশতলী ইউপি সদস্য শেখ সরোয়ার হোসেন এর মুৃঠোফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মিজানদের ঘের দখল করিনি। বরং তারা তাদের ঘের ভেঙ্গে দিয়ে আমাদের মাছ ভাসিয়ে দিয়েছে। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#