০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রামপালে জমি বিরোধে বাড়ীঘরে হামলা ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগ

####

 রামপালে জমির বিরোধে প্রতিপক্ষরা বাড়ীতে প্রবেশ করে হামলা ভাংচুর ও হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের মোঃ সদর আলী নিজ জমিতে ঘর তুলে শান্তিপূ্র্ণভাবে বসবাস করছিলেন। এক সপ্তাহ পূর্বে পার্শবর্তী একই আলের পাশে সদর আলী তার শৌচাগারে কাজ করাচ্ছিলেন। প্রতিপক্ষরা স্থানীয় উজলকুড় ইউপির সদস্য মুজিবর রহমানের নির্দেশে ইশার উদ্দিন, হানিফ শেখ, রাসেল শেখ জোরপূর্বক বাড়ীতে প্ররেশ করে ভাংচুর করে হুমকি দিয়ে বলেন এখানে কোন কাজ করা যাবে না। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা শালিস করলেও কোন সমাধান পাননি ভুক্তভোগী সদর উদ্দিন। অবশেষে শান্তি শৃঙ্খলা বজয় রাখা এবং আইনি প্রতিকারের আশায় রামপাল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মুজিবর রহমানের মুৃঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে হানিফরা জানালে আমি তাদের বলেছি তোরা যা ভালো বুঝিস তাই কর। এমন কথা বলার পরে ইশার উদ্দিন পাইপ ভাংচুর করেছে বলে স্বীকার করে জানান, জমির বিরোধ মিটে গেলে পাইপের ক্ষতিপূরণ দিবো। রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।#

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

রামপালে জমি বিরোধে বাড়ীঘরে হামলা ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগ

প্রকাশিত সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

####

 রামপালে জমির বিরোধে প্রতিপক্ষরা বাড়ীতে প্রবেশ করে হামলা ভাংচুর ও হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের মোঃ সদর আলী নিজ জমিতে ঘর তুলে শান্তিপূ্র্ণভাবে বসবাস করছিলেন। এক সপ্তাহ পূর্বে পার্শবর্তী একই আলের পাশে সদর আলী তার শৌচাগারে কাজ করাচ্ছিলেন। প্রতিপক্ষরা স্থানীয় উজলকুড় ইউপির সদস্য মুজিবর রহমানের নির্দেশে ইশার উদ্দিন, হানিফ শেখ, রাসেল শেখ জোরপূর্বক বাড়ীতে প্ররেশ করে ভাংচুর করে হুমকি দিয়ে বলেন এখানে কোন কাজ করা যাবে না। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা শালিস করলেও কোন সমাধান পাননি ভুক্তভোগী সদর উদ্দিন। অবশেষে শান্তি শৃঙ্খলা বজয় রাখা এবং আইনি প্রতিকারের আশায় রামপাল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মুজিবর রহমানের মুৃঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে হানিফরা জানালে আমি তাদের বলেছি তোরা যা ভালো বুঝিস তাই কর। এমন কথা বলার পরে ইশার উদ্দিন পাইপ ভাংচুর করেছে বলে স্বীকার করে জানান, জমির বিরোধ মিটে গেলে পাইপের ক্ষতিপূরণ দিবো। রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।#