১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিশু পোতাকে দেখতে যাওয়ায় দাদিকে মারপিট : থানায় অভিযোগ

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • ৬৫ পড়েছেন

রূপসা প্রতিনিধি : রূপসার জয়পুর গ্রামে ১৫ মাস বয়সী পোতাকে দেখতে যাওয়ায় ডিভোর্সি পুত্রবধূ ও তার মা-বাবা ভাইয়েরা মিলে রওশন আরা বেগম (৪৫) নামের এক মহিলাকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে।
আহত রওশনারা বেগমের মেয়ে রুবি বেগম জানায়, দুই বছর আগে জয়পুর গ্রামের রওশনারা বেগমের ছেলে মোঃ শফিকুল হাজারীর সাথে প্রেমের সম্পর্ক করে একই এলাকার শহিদুল শেখের মেয়ে জুবাইদা বেগমের বিয়ে হয়। সেই থেকে তারা সংসার করে আসছিল। সংসার জীবনে তাদের এক বছর তিন মাস বয়সী আফ্রিদ ইসলাম জুবায়ের নামের একটি পুত্র সন্তান রয়েছে।
গত দেড়মাস আগে শশুর শহিদুল শেখ ও শ্যালক রাহাত শেখ বোন জুবাইদাকে নিতে তার শ্বশুর বাড়িতে আসেন। শফিকুল হাজারীর পরিবারের লোকজন তাদের যতœ আপ্যায়ন করে তাদের সাথে পুত্রবধূ জোবাইদা ও শিশু পুত্র আফরিদ ইসলাম জুবায়েরকে দিয়ে দেয়।
তিনদিন বাবার বাড়িতে বেড়িয়ে জুবাইদা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসার কথা ছিলো। কিন্তু নানা অজুহাতে জুবাইদার মা-বাবা তাকে আর শ্বশুর বাড়িতে না পাঠালে শফিকুল ও তার পরিবারের লোকজন তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলে শ^াশুড়ি কর্তৃক জামাতা লাঞ্ছিত হয়। এ ঘটনার প্রায় একমাস পর জুবাইদা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায়। এদিকে ছেলেকে তার বাবা শফিকুল দেখতে চাইলে ১২ জানুয়ারী তার দাদি তাকে আনার জন্য জুবাইদার পিত্রালয়ে যায়। এসময় ডিভোর্সি পূত্রবধূ জুবাইদা তার ছেলেকে দাদির কাছে দিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায় জুবাইদা, তার বাবা শহিদুল, মা রাহি বেগম, ভাই রাহাত শেখ, মামাতো ভাইয়ের বউ নাসরিন ও প্রতিবেশী নজরুলের স্ত্রী আলো বেগম তাকে বেধড়ক মারপিট করে। এদিকে খবর পেলে শফিকুলের বাড়ির লোকজন আহত রওশন আরা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারপিটের সময় রওশন আরার কাছে থাকা একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও নগদ টাকা খোয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মোসাম্মাৎ রুবি খাতুন আইনী সহায়তার পাওয়ার জন্য ঘটনার দিনগত রাতে রূপসা থানায় লিখিত অভিযোগ করে।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার এএসআই মোঃ আজাদ হোসেন ঘটনার সত্বতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

শিশু পোতাকে দেখতে যাওয়ায় দাদিকে মারপিট : থানায় অভিযোগ

প্রকাশিত সময় : ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

রূপসা প্রতিনিধি : রূপসার জয়পুর গ্রামে ১৫ মাস বয়সী পোতাকে দেখতে যাওয়ায় ডিভোর্সি পুত্রবধূ ও তার মা-বাবা ভাইয়েরা মিলে রওশন আরা বেগম (৪৫) নামের এক মহিলাকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে।
আহত রওশনারা বেগমের মেয়ে রুবি বেগম জানায়, দুই বছর আগে জয়পুর গ্রামের রওশনারা বেগমের ছেলে মোঃ শফিকুল হাজারীর সাথে প্রেমের সম্পর্ক করে একই এলাকার শহিদুল শেখের মেয়ে জুবাইদা বেগমের বিয়ে হয়। সেই থেকে তারা সংসার করে আসছিল। সংসার জীবনে তাদের এক বছর তিন মাস বয়সী আফ্রিদ ইসলাম জুবায়ের নামের একটি পুত্র সন্তান রয়েছে।
গত দেড়মাস আগে শশুর শহিদুল শেখ ও শ্যালক রাহাত শেখ বোন জুবাইদাকে নিতে তার শ্বশুর বাড়িতে আসেন। শফিকুল হাজারীর পরিবারের লোকজন তাদের যতœ আপ্যায়ন করে তাদের সাথে পুত্রবধূ জোবাইদা ও শিশু পুত্র আফরিদ ইসলাম জুবায়েরকে দিয়ে দেয়।
তিনদিন বাবার বাড়িতে বেড়িয়ে জুবাইদা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসার কথা ছিলো। কিন্তু নানা অজুহাতে জুবাইদার মা-বাবা তাকে আর শ্বশুর বাড়িতে না পাঠালে শফিকুল ও তার পরিবারের লোকজন তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলে শ^াশুড়ি কর্তৃক জামাতা লাঞ্ছিত হয়। এ ঘটনার প্রায় একমাস পর জুবাইদা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায়। এদিকে ছেলেকে তার বাবা শফিকুল দেখতে চাইলে ১২ জানুয়ারী তার দাদি তাকে আনার জন্য জুবাইদার পিত্রালয়ে যায়। এসময় ডিভোর্সি পূত্রবধূ জুবাইদা তার ছেলেকে দাদির কাছে দিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায় জুবাইদা, তার বাবা শহিদুল, মা রাহি বেগম, ভাই রাহাত শেখ, মামাতো ভাইয়ের বউ নাসরিন ও প্রতিবেশী নজরুলের স্ত্রী আলো বেগম তাকে বেধড়ক মারপিট করে। এদিকে খবর পেলে শফিকুলের বাড়ির লোকজন আহত রওশন আরা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারপিটের সময় রওশন আরার কাছে থাকা একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও নগদ টাকা খোয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মোসাম্মাৎ রুবি খাতুন আইনী সহায়তার পাওয়ার জন্য ঘটনার দিনগত রাতে রূপসা থানায় লিখিত অভিযোগ করে।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার এএসআই মোঃ আজাদ হোসেন ঘটনার সত্বতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।