০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সতন্ত্রপ্রার্থীর আগ্নেঅস্র নিয়ে নির্বাচনী প্রচারনা অভিযোগ

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ২৫৩ পড়েছেন
 মো. বেল্লাল হোসেন. দশমিনা(পটুাখালী)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। দশমিনা-গলাচিপা আসনে সতন্ত্রপ্রার্থী লে.জেনারেল আবুল হোসেনের ঈগল প্রতীকের সমর্থনে একনিষ্ঠ কর্মী সাবেক দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সওকত গত ২০ ডিসেম্বর রোজ বুধবার বিকেলে দশমিনা বাজারে ঈগল মার্কার সমর্থনে লিফলেট বিতরনের সময় তার মাজায় আগ্নেঅস্র দেখা যায়। উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে পরবর্তী সময়ে আর দেখা যায়না। ৩১ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ টায় উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় নির্বাচনী প্রচারে নল ওয়ালা বন্দুক দেখা যায়।
তার সহচর মোঃ রুবেল হোসেনের কাঁধে অস্রটি বহন করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতার একান্ত সহচর তার এফবি আইডি(Md Rubel) নামে ছবি পোসট করেন। ছবিতে দেখা যায় শাখাওয়াত হোসেন সওকত সামনে হাটছেন তার পিছনে মোঃ রুবেল কাধে অস্র বহন করছে।
 আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদের মুন্সি  বলেন বলেন, নির্বাচনের বাকী আর মাত্র ৬ দিন এ সময়ে প্রকাশ্যে অস্রনিয়ে নির্বাচনী এলাকায় ঘোরা জনমনে আতংক ও ভীতির সৃস্টি করছে। তিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন নির্বাচনী আচারবিধি সম্পর্কে সচেতন। এর আগেও তিনি দশমিনা বাজারে সতন্ত্রপ্রার্থীর পক্ষে ঈগল প্রতীকের লিফলেট বিতরনের সময় তার লাইসেন্স করা আস্র মাজায় দেখা যায়। আমি সোস্যাল মিডিয়ায় দেখেছি।
উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন এ বিষয়ে অভিযোগ পেয়ে নির্বাচন ইলেকট্রনিক কমিটিকে অবহিত করা হয়েছে তারা বয়বস্থা নিবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম  বলেন তাকে অস্রজমা দেয়ার জন্য বলা হয়েছে। তিনি এখনোও অস্র জমা দেয়নি। আজকের বিষয়টি জানা নেই। আমি গুরুত্ব সহকারে দেখছি।
Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

সতন্ত্রপ্রার্থীর আগ্নেঅস্র নিয়ে নির্বাচনী প্রচারনা অভিযোগ

প্রকাশিত সময় : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
 মো. বেল্লাল হোসেন. দশমিনা(পটুাখালী)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। দশমিনা-গলাচিপা আসনে সতন্ত্রপ্রার্থী লে.জেনারেল আবুল হোসেনের ঈগল প্রতীকের সমর্থনে একনিষ্ঠ কর্মী সাবেক দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সওকত গত ২০ ডিসেম্বর রোজ বুধবার বিকেলে দশমিনা বাজারে ঈগল মার্কার সমর্থনে লিফলেট বিতরনের সময় তার মাজায় আগ্নেঅস্র দেখা যায়। উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে পরবর্তী সময়ে আর দেখা যায়না। ৩১ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ টায় উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় নির্বাচনী প্রচারে নল ওয়ালা বন্দুক দেখা যায়।
তার সহচর মোঃ রুবেল হোসেনের কাঁধে অস্রটি বহন করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতার একান্ত সহচর তার এফবি আইডি(Md Rubel) নামে ছবি পোসট করেন। ছবিতে দেখা যায় শাখাওয়াত হোসেন সওকত সামনে হাটছেন তার পিছনে মোঃ রুবেল কাধে অস্র বহন করছে।
 আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদের মুন্সি  বলেন বলেন, নির্বাচনের বাকী আর মাত্র ৬ দিন এ সময়ে প্রকাশ্যে অস্রনিয়ে নির্বাচনী এলাকায় ঘোরা জনমনে আতংক ও ভীতির সৃস্টি করছে। তিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন নির্বাচনী আচারবিধি সম্পর্কে সচেতন। এর আগেও তিনি দশমিনা বাজারে সতন্ত্রপ্রার্থীর পক্ষে ঈগল প্রতীকের লিফলেট বিতরনের সময় তার লাইসেন্স করা আস্র মাজায় দেখা যায়। আমি সোস্যাল মিডিয়ায় দেখেছি।
উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন এ বিষয়ে অভিযোগ পেয়ে নির্বাচন ইলেকট্রনিক কমিটিকে অবহিত করা হয়েছে তারা বয়বস্থা নিবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম  বলেন তাকে অস্রজমা দেয়ার জন্য বলা হয়েছে। তিনি এখনোও অস্র জমা দেয়নি। আজকের বিষয়টি জানা নেই। আমি গুরুত্ব সহকারে দেখছি।