####
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সাধুসন্ত ও সমন্বয়কদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) বিকেল ৫টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে খুলনা সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দের সভাপতিত্বে এবং মৃণাল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. বীরেন্দ্র নাথ ঘোষ, বিমান সাহা, বিশ্বজিৎ দে মিঠু, অনুপ গোলদার, বাবু শীল, অলোক দে, অধ্যাপক সুকুমার মÐল, খোকন বিশ্বাস, সত্যজিৎ মÐল, দিপংকর মÐল লিটন, শংকর বালা, ধীরাজ রায়, সনৎ নন্দী, সুব্রত মÐল শুভ, বাবু সাহা, পল্লভ দাস, সমীর রায়, প্রশান্ত দাস, শুভজ্যোতি মÐল, সত্যজিৎ শীল, বিপুল পোদ্দার, খোকন দাস, ভুজঙ্গ রায় সুমন, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, তপন চক্রবর্ত্তী, অলোক সাহা, দিনেশ রায়, শেখর বিশ্বাস, দিপন সাহা, মধু সাহা, অনুপ সেন, বিশ্বজিৎ, কালা ঘোষ, রতন দাস, সৈকত বর্মণ, প্রভাস হালদার, বিজন বিশ্বাস, ডলার রায়, নয়ন মÐল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, মামলা ও মন্দির এবং ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও জায়গা-জমি দখলের বিরুদ্ধে ও সনাতনীদের ৮দফা বাস্তবায়নের প্রতিবাদী কন্ঠ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯জনের নামে ম্যিথা মামলা করা হয়েছে।এটা এদেশের সনাতনীরা কোনবাবেই মেনে নেবে না। দ্রুত চিন্ময় দাস ব্রহ্মচারীসহ সকল সাধুসন্ত ও সমন্বয়কদের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে আহবান জানান। তা নাহলে সারা দেশের সনাতনীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। একই সাথে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। ##
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)