০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সম্প্রীতি বজায় রাখতে মসজিদের ইমামদের ভূমিকা পালনের আহবান  

####

খুলনার পুলিশ কমিশনারের সাথে মহানগর ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সাথে বসবাস করার ইতিহাস শত বছরের। কিন্তু কিছু কুচক্রী মহল বিদ্যামান এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে চায়। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ষড়যন্ত্র হতে পারে। এজন্য সকল নাগরিকের সচেতন থাকা প্রয়োজন। মসজিদের ইমামগণ এমন মানুষ যাদের কথা ও কাজ মুসল্লীরা অনুসরণ করতে ভালোবাসে। এই প্রেক্ষাপটে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের জন্য তিনি মসজিদের ইমামগণকে আহবান জানান।

তিনি আরও বলেন,  এদেশের মানুষ প্রতিবেশী হিসাবে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, তেমনি মসজিদের পাশে গড়ে উঠা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তারা নিজ নিজ ধর্ম পালন করে থাকে। তথাপিও কখনো কখনো কিছু কুচক্রী মহল উস্কানি দিয়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়।যা সমাজে ধর্ম-বর্ণ, গোত্রের মধ্যে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এধরণের অপতৎপরতা রোধে খুলনা মহানগরী এলাকায় পুলিশ সজাগ রয়েছে।

ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় দেশের চলমান পরিস্থিতিতে খুলনা মহানগরী এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবুল কাশেমসহ-অন্যান্য নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

সম্প্রীতি বজায় রাখতে মসজিদের ইমামদের ভূমিকা পালনের আহবান  

প্রকাশিত সময় : ০৪:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

####

খুলনার পুলিশ কমিশনারের সাথে মহানগর ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সাথে বসবাস করার ইতিহাস শত বছরের। কিন্তু কিছু কুচক্রী মহল বিদ্যামান এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে চায়। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ষড়যন্ত্র হতে পারে। এজন্য সকল নাগরিকের সচেতন থাকা প্রয়োজন। মসজিদের ইমামগণ এমন মানুষ যাদের কথা ও কাজ মুসল্লীরা অনুসরণ করতে ভালোবাসে। এই প্রেক্ষাপটে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের জন্য তিনি মসজিদের ইমামগণকে আহবান জানান।

তিনি আরও বলেন,  এদেশের মানুষ প্রতিবেশী হিসাবে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, তেমনি মসজিদের পাশে গড়ে উঠা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তারা নিজ নিজ ধর্ম পালন করে থাকে। তথাপিও কখনো কখনো কিছু কুচক্রী মহল উস্কানি দিয়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়।যা সমাজে ধর্ম-বর্ণ, গোত্রের মধ্যে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এধরণের অপতৎপরতা রোধে খুলনা মহানগরী এলাকায় পুলিশ সজাগ রয়েছে।

ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় দেশের চলমান পরিস্থিতিতে খুলনা মহানগরী এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবুল কাশেমসহ-অন্যান্য নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।