০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সরকার সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চায় : বস্ত্র ও পাট মন্ত্রী

####

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। তিনি শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। খুলনা-যশোর অঞ্চলের জুট মিলসগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। আগামীতে এই এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে। তিনি বলেন, সরকারীভাবে উদ্যোগ নিয়ে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য যা যা করা দরকার সবকিছু করা হবে। শনিবার খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রণায়য়ের আওতাধীন জুট মিল ও টেক্সটাইলস মিল পরিশর্দন শেষে গণমাধ্যমর্কীদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতে লিজ দেওয়া পাটকলগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি। লিজের শর্ত ছিল পর্যাপ্ত পরিমাণ পাট জাতীয় দ্রব্য উৎপাদনসহ মিলের পুরাতন দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা। সেটি না হওয়ার কারণে জুট শ্রমিকরা জীবন যাপনে দূর্ভোগ পোহাচ্ছেন। এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এছাড়া বন্ধকৃত পাটকল এলাকার বিশাল জমিতে অর্থনৈতিক জোন করা যায় কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে পাট এবং পাটজাত দ্রব্য উৎপাদন ও রপ্তানীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শনিবার সকালে প্রথমেই খুলনার খালিশপুরে ফরচুন গ্রুপের লিজ নেওয়া দৌলতপুর জুটমিল পরিদর্শন করেন। এরপর তিনি প্লাটিনাম জুবলি জুট মিল, ক্রিসেন্ট জুটমিল, খালিশপুর জুট মিল এবং বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং স্থানীয় সংসদ সদস্য এসএম কামাল হোসেন, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জেনারেল জিয়াসহ সংশ্লিষ্ট কর্তমকর্তাগণ বাংলাদেশ জুট এসোসিয়েশনের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কেএমপি’র ০২ পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

সরকার সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চায় : বস্ত্র ও পাট মন্ত্রী

প্রকাশিত সময় : ০৭:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

####

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। তিনি শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। খুলনা-যশোর অঞ্চলের জুট মিলসগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। আগামীতে এই এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে। তিনি বলেন, সরকারীভাবে উদ্যোগ নিয়ে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য যা যা করা দরকার সবকিছু করা হবে। শনিবার খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রণায়য়ের আওতাধীন জুট মিল ও টেক্সটাইলস মিল পরিশর্দন শেষে গণমাধ্যমর্কীদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতে লিজ দেওয়া পাটকলগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি। লিজের শর্ত ছিল পর্যাপ্ত পরিমাণ পাট জাতীয় দ্রব্য উৎপাদনসহ মিলের পুরাতন দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা। সেটি না হওয়ার কারণে জুট শ্রমিকরা জীবন যাপনে দূর্ভোগ পোহাচ্ছেন। এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এছাড়া বন্ধকৃত পাটকল এলাকার বিশাল জমিতে অর্থনৈতিক জোন করা যায় কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে পাট এবং পাটজাত দ্রব্য উৎপাদন ও রপ্তানীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শনিবার সকালে প্রথমেই খুলনার খালিশপুরে ফরচুন গ্রুপের লিজ নেওয়া দৌলতপুর জুটমিল পরিদর্শন করেন। এরপর তিনি প্লাটিনাম জুবলি জুট মিল, ক্রিসেন্ট জুটমিল, খালিশপুর জুট মিল এবং বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং স্থানীয় সংসদ সদস্য এসএম কামাল হোসেন, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জেনারেল জিয়াসহ সংশ্লিষ্ট কর্তমকর্তাগণ বাংলাদেশ জুট এসোসিয়েশনের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।