০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সাংবা‌দিক বেনজীর ও শ‌রি‌ফের বিরু‌দ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দা‌য়ের করায় রূপসা প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের নিন্দা

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ২১ পড়েছেন

বিজ্ঞ‌প্তি : রূপসা প্রেসক্লাবের সদস্য মোঃ বেনজীর হোসেন ও নাঈমুজ্জামান শরীফের বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দা‌য়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃ‌তি দি‌য়ে‌ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃ‌তিদাতারা হ‌লেন, ক্লা‌বের সভাপ‌তি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপ‌তি মোঃ আব্দুল কা‌দের, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সা‌বেক সভাপ‌তি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সা‌বেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ-সাধারণ সম্পাদক এম, এ আ‌জিম, কোষাধ‌্যক্ষ তৌ‌হিদুল ইসলাম ক‌চি, সাংগঠ‌নিক সম্পাদক এম‌ডি অ‌লিদ শেখ ও প্রচার ও দপ্তর সম্পাদক ত‌রিকুল ইসলাম।

উ‌ল্লেখ‌্য, তা‌লিমপুর গ্রা‌মের জ‌নৈক ভূপ‌তি উ‌দ্দেশ‌্য প্রনো‌দিত হ‌য়ে সাংবা‌দিক বেনজীর হো‌সেন‌কে মিথ‌্যা অ‌ভি‌যো‌গে ফাঁসা‌তে ব‌্যর্থ হ‌য়ে তার স্ত্রী‌কে দি‌য়ে সম্প্রতি আদাল‌তে ষড়যন্ত্রমূলক মিথ‌্যা মামলা দা‌য়ের করায়। প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃ‌তি‌তে অ‌বিল‌ম্বে ষড়যন্ত্রমূলক মিথ‌্যা মামলা প্রত‌্যাহারসহ প্রকৃত সত‌্য উদঘাট‌ন পূর্বক যথাযথ ব‌্যবস্থা গ্রহ‌ণে সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের প্রতি দা‌বি জানান।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

সাংবা‌দিক বেনজীর ও শ‌রি‌ফের বিরু‌দ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দা‌য়ের করায় রূপসা প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের নিন্দা

প্রকাশিত সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বিজ্ঞ‌প্তি : রূপসা প্রেসক্লাবের সদস্য মোঃ বেনজীর হোসেন ও নাঈমুজ্জামান শরীফের বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দা‌য়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃ‌তি দি‌য়ে‌ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃ‌তিদাতারা হ‌লেন, ক্লা‌বের সভাপ‌তি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপ‌তি মোঃ আব্দুল কা‌দের, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সা‌বেক সভাপ‌তি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সা‌বেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ-সাধারণ সম্পাদক এম, এ আ‌জিম, কোষাধ‌্যক্ষ তৌ‌হিদুল ইসলাম ক‌চি, সাংগঠ‌নিক সম্পাদক এম‌ডি অ‌লিদ শেখ ও প্রচার ও দপ্তর সম্পাদক ত‌রিকুল ইসলাম।

উ‌ল্লেখ‌্য, তা‌লিমপুর গ্রা‌মের জ‌নৈক ভূপ‌তি উ‌দ্দেশ‌্য প্রনো‌দিত হ‌য়ে সাংবা‌দিক বেনজীর হো‌সেন‌কে মিথ‌্যা অ‌ভি‌যো‌গে ফাঁসা‌তে ব‌্যর্থ হ‌য়ে তার স্ত্রী‌কে দি‌য়ে সম্প্রতি আদাল‌তে ষড়যন্ত্রমূলক মিথ‌্যা মামলা দা‌য়ের করায়। প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃ‌তি‌তে অ‌বিল‌ম্বে ষড়যন্ত্রমূলক মিথ‌্যা মামলা প্রত‌্যাহারসহ প্রকৃত সত‌্য উদঘাট‌ন পূর্বক যথাযথ ব‌্যবস্থা গ্রহ‌ণে সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের প্রতি দা‌বি জানান।