০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সুন্দরবনের দুবলার চরে ২৫নভেম্বর থেকে ০৩দিনের রাশ মেলা :

সুন্দরবনের রাশমেলায় যাতায়াতে ০৫রুট নির্ধারণ ও ২৩ নির্দেশনা জারি

####

বিশ্বঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাশ পূর্নিমা, পূর্ণস্নান ও মেলা আগামী ২৫নভেম্বর থেকে ২৭নভেম্বর তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ রাশ উৎসব ও মেলায় দেশী-বিদেশী পূণার্থী ও পযর্ঠকদের যাতায়াতে ০৫টি রুট নির্ধারণ করেছে বনবিভাগ ও রাশ মেলা উদযাপন কমিটি। একই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাশ উৎসব ও মেলা সম্পন্ন করতে ২৩দফা নির্দেশনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় খুলনায় রাশ পূর্নিমা, পূর্ণস্নান ও রাশমেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো। সভায় বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসিন হোসেন, সুন্দরবন পূর্ববিভাগের ডিএফও কাজী মোহাম্মদ নূরুল করিম, রাশ মেলা উদযাপন জাতীয় কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন আহমেদ, রাশমেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রদীপ বসু সন্তু, খুলনা বন্যপ্রানী বিভাগের ডিএফও নির্মল কুমার পাল, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আরেফিন বাদল, সহকারী বন সংরক্ষক ওশখ মাহবুব হাসান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে.এম.ইকবাল হোসেন চৌধুরী, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক সাংবাদিক সুনীল দাস চৌধুরী, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, কোষ্টগার্ডের লে. কমান্ডার আরাফাত হোসেন, খুলনা রেঞ্জ পুলিশের এসপি মো: রিয়াজুল কবির, খুলনা আনসার ও ভিডিপির উপপরিচালক মো: সাইফুদ্দিন, র্যাব-৬ উপসহকারী পরিচালক মো: মেহেদী হাসান, সুন্দরবন ট্যুর অপারেটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমুল আজম ডেভিড, লে, কমান্ডার মো: মুস্তাফিজুর রহমান খান, শরনখোরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, খুলনা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপার চন্দ্র সাহা, সাতক্ষীরা ডিএসবির কে.এম. শাহজাহান, রাশমেলা উদযাপন কমিটির প্রচার সম্পাদক স্বপন কুমার সরকার, সদস্য স্বপন কুমার বিশ্বাস, বিকাশ চন্দ্র বিশ্বাস, মোংলা বন্দরের সহকারী নিরাপত্তা অফিসার মো: আবদুল্রাহ প্রমুখ।

সভায় আলোচনা শেষে সুন্দরবনের রাশ মেলায় যাতায়াতে ০৫টি রুট নির্ধারণ করা হয়। রুটগুলি হরো-বুড়িগোয়ালীনি, কোবাদক থেকে বাটলা নদী-বল নদী-পাটাকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে সুন্দরবনের দুবলার চর, কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া সিবসা ও সিবসা নদী-মরজাত নদী দিয়ে দুবলার চর, নলিয়ান ষ্টেশন হয়ে সিবসা-মনজাত নদী দিয়ে দুবলার চর, ঢাংমারী ও চাদপাই ষ্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেরার চর হয়ে দুবলার চরের রাশ মেলায় যেতে হবে। তবে রাশ উৎসব ও মেলায় দেশী-বিদেশী পূণার্থী ও পযর্ঠকদের যেকোন একটি রুট দিয়ে যাতায়াত করতে পারবেন। সভায় তিনদিনব্যাপী রাশ উৎসব ও মেলায় আগতদের জন্য নিরাপত্তায় র্যাব, পুলিশ, কোষ্টগার্ড, নৌপুলিশ, বিজিবি, আনসার, বনবিভাগের নিরাপত্তা প্রহরী ও মেলা কমিটির স্বেচ্চাসেবক সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দেয় হয়। #

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

সুন্দরবনের দুবলার চরে ২৫নভেম্বর থেকে ০৩দিনের রাশ মেলা :

সুন্দরবনের রাশমেলায় যাতায়াতে ০৫রুট নির্ধারণ ও ২৩ নির্দেশনা জারি

প্রকাশিত সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

####

বিশ্বঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাশ পূর্নিমা, পূর্ণস্নান ও মেলা আগামী ২৫নভেম্বর থেকে ২৭নভেম্বর তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ রাশ উৎসব ও মেলায় দেশী-বিদেশী পূণার্থী ও পযর্ঠকদের যাতায়াতে ০৫টি রুট নির্ধারণ করেছে বনবিভাগ ও রাশ মেলা উদযাপন কমিটি। একই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাশ উৎসব ও মেলা সম্পন্ন করতে ২৩দফা নির্দেশনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় খুলনায় রাশ পূর্নিমা, পূর্ণস্নান ও রাশমেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো। সভায় বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসিন হোসেন, সুন্দরবন পূর্ববিভাগের ডিএফও কাজী মোহাম্মদ নূরুল করিম, রাশ মেলা উদযাপন জাতীয় কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন আহমেদ, রাশমেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রদীপ বসু সন্তু, খুলনা বন্যপ্রানী বিভাগের ডিএফও নির্মল কুমার পাল, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আরেফিন বাদল, সহকারী বন সংরক্ষক ওশখ মাহবুব হাসান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে.এম.ইকবাল হোসেন চৌধুরী, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক সাংবাদিক সুনীল দাস চৌধুরী, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, কোষ্টগার্ডের লে. কমান্ডার আরাফাত হোসেন, খুলনা রেঞ্জ পুলিশের এসপি মো: রিয়াজুল কবির, খুলনা আনসার ও ভিডিপির উপপরিচালক মো: সাইফুদ্দিন, র্যাব-৬ উপসহকারী পরিচালক মো: মেহেদী হাসান, সুন্দরবন ট্যুর অপারেটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমুল আজম ডেভিড, লে, কমান্ডার মো: মুস্তাফিজুর রহমান খান, শরনখোরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, খুলনা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপার চন্দ্র সাহা, সাতক্ষীরা ডিএসবির কে.এম. শাহজাহান, রাশমেলা উদযাপন কমিটির প্রচার সম্পাদক স্বপন কুমার সরকার, সদস্য স্বপন কুমার বিশ্বাস, বিকাশ চন্দ্র বিশ্বাস, মোংলা বন্দরের সহকারী নিরাপত্তা অফিসার মো: আবদুল্রাহ প্রমুখ।

সভায় আলোচনা শেষে সুন্দরবনের রাশ মেলায় যাতায়াতে ০৫টি রুট নির্ধারণ করা হয়। রুটগুলি হরো-বুড়িগোয়ালীনি, কোবাদক থেকে বাটলা নদী-বল নদী-পাটাকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে সুন্দরবনের দুবলার চর, কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া সিবসা ও সিবসা নদী-মরজাত নদী দিয়ে দুবলার চর, নলিয়ান ষ্টেশন হয়ে সিবসা-মনজাত নদী দিয়ে দুবলার চর, ঢাংমারী ও চাদপাই ষ্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেরার চর হয়ে দুবলার চরের রাশ মেলায় যেতে হবে। তবে রাশ উৎসব ও মেলায় দেশী-বিদেশী পূণার্থী ও পযর্ঠকদের যেকোন একটি রুট দিয়ে যাতায়াত করতে পারবেন। সভায় তিনদিনব্যাপী রাশ উৎসব ও মেলায় আগতদের জন্য নিরাপত্তায় র্যাব, পুলিশ, কোষ্টগার্ড, নৌপুলিশ, বিজিবি, আনসার, বনবিভাগের নিরাপত্তা প্রহরী ও মেলা কমিটির স্বেচ্চাসেবক সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দেয় হয়। #