১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি : আটক-৪

###    সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে । সংশ্লিষ্ট সুত্র জানায়, গত ৯ ডিসেম্বর রাতে দস্যুরা জেলেবহরে হামলা ও লুটপাট চালায়। ঐ রাতে ১৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবি করে। পরে ২১ ডিসেম্বর সকালে জেলেরা ১০ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে তাদের জিম্মিদশা থেকে পরিবারের কাছে ফিরে আসেন । মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খালে অভিযান চালিয়ে চার বনদস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। এসময়, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ০১ টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ০১ টি দেশীয় তৈরি ওয়ান সুটার গান, ০৭ টি সীসার কার্তুজ, ০২টি কাঠের বাট সহ রামদা, ০২ টি লোহার হাতুড়ী, ০১ টি লোহার পাইপ, ০৪ টি টর্চ লাইট, ০৪ টি পুরাতন সুতি চেকের গামছা, ১০ টুকরা নাইলনের রশি, ০২ টি স্কচ টেপ, ০৪ টি বিভিন্ন সাইজের গাছের ডালের লাঠি, ০২ টি মানকি টুপি জব্দ করা হয়।  আটককৃত বনদস্যুরা হলেন, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মোঃ ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা এলাকার মোঃ মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০),  পেড়িখালী মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)।  আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চার বনদস্যুকে আটক করেছি। এ বিষয়ে দুপুর দুইটায় প্রেস বিফিংয়ে বিস্তারিত জানানো হবে।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি : আটক-৪

প্রকাশিত সময় : ০১:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

###    সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে । সংশ্লিষ্ট সুত্র জানায়, গত ৯ ডিসেম্বর রাতে দস্যুরা জেলেবহরে হামলা ও লুটপাট চালায়। ঐ রাতে ১৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবি করে। পরে ২১ ডিসেম্বর সকালে জেলেরা ১০ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে তাদের জিম্মিদশা থেকে পরিবারের কাছে ফিরে আসেন । মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খালে অভিযান চালিয়ে চার বনদস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। এসময়, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ০১ টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ০১ টি দেশীয় তৈরি ওয়ান সুটার গান, ০৭ টি সীসার কার্তুজ, ০২টি কাঠের বাট সহ রামদা, ০২ টি লোহার হাতুড়ী, ০১ টি লোহার পাইপ, ০৪ টি টর্চ লাইট, ০৪ টি পুরাতন সুতি চেকের গামছা, ১০ টুকরা নাইলনের রশি, ০২ টি স্কচ টেপ, ০৪ টি বিভিন্ন সাইজের গাছের ডালের লাঠি, ০২ টি মানকি টুপি জব্দ করা হয়।  আটককৃত বনদস্যুরা হলেন, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মোঃ ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা এলাকার মোঃ মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০),  পেড়িখালী মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)।  আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চার বনদস্যুকে আটক করেছি। এ বিষয়ে দুপুর দুইটায় প্রেস বিফিংয়ে বিস্তারিত জানানো হবে।##