০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন এমপি হাবিবুন নাহার

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ২৫ পড়েছেন

মোংলা প্রতিনিধি :
প্রশাসন ওবন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না। বিষের বোতলসহ বিষযুক্ত মাছসহ ধরা পড়লেও কারাভোগের পর আবার এই পেশায় জড়িয়ে পড়ছেন অসাধু জেলে নামে দূর্বৃত্তরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন বনসংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই অবস্থায় করনীয় ঠিক করতে সভা করেন তারা।
মঙ্গলবার (১৬জুলাই) সকাল সাড়ে১০টায় মোংলা উপজেলার অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রিহ্যাবিলিটেশন এমপ্লয়মেন্ট এন্ড ডেভেলপমেন্ট ফর দি ইয়ুথস (রেডি) এই সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, মোঃ জামাল হোসেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ন সম্পাদক নুর আলম শেখ।
এ সময় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেন, বিষ দিয়ে মাছ শিকার সুন্দরবনের বড় ধরনের হুমকি। সুন্দরবনের ভেতরে প্রবাহিত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের প্রবণতা দিন দিন বাড়ছেই। বেপরোয়া হয়ে উঠেছে অসাধু জেলেদের একটি চক্র। এই বিষ প্রয়োগে মাছ আহরণ অব্যাহত থাকলে এক সময় সমগ্র সুন্দরবন এলাকায় মৎস্যশূন্য হয়ে যাবে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এই অপকর্ম ঠেকাতে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই অপকর্ম করতে যাতে না পারে সেজন্য অসাধু জেলেদের বোঝাতে হবে।

উল্লেখ্য, সুন্দরবনে পর্যটকসহ মাছ ও কাঁকড়া আহরণে প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যে প্রভাবশালীদের ছত্রছায়ায় অব্যাহতভাবে চলছে বিষ দিয়ে মাছ শিকারের কার্যক্রম। বনবিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েও দমন করতে পারছেন না তাদের। মাঝেমধ্যে ২/১জন ধরা পড়লেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধ চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। #

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন এমপি হাবিবুন নাহার

প্রকাশিত সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

মোংলা প্রতিনিধি :
প্রশাসন ওবন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না। বিষের বোতলসহ বিষযুক্ত মাছসহ ধরা পড়লেও কারাভোগের পর আবার এই পেশায় জড়িয়ে পড়ছেন অসাধু জেলে নামে দূর্বৃত্তরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন বনসংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই অবস্থায় করনীয় ঠিক করতে সভা করেন তারা।
মঙ্গলবার (১৬জুলাই) সকাল সাড়ে১০টায় মোংলা উপজেলার অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রিহ্যাবিলিটেশন এমপ্লয়মেন্ট এন্ড ডেভেলপমেন্ট ফর দি ইয়ুথস (রেডি) এই সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, মোঃ জামাল হোসেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ন সম্পাদক নুর আলম শেখ।
এ সময় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেন, বিষ দিয়ে মাছ শিকার সুন্দরবনের বড় ধরনের হুমকি। সুন্দরবনের ভেতরে প্রবাহিত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের প্রবণতা দিন দিন বাড়ছেই। বেপরোয়া হয়ে উঠেছে অসাধু জেলেদের একটি চক্র। এই বিষ প্রয়োগে মাছ আহরণ অব্যাহত থাকলে এক সময় সমগ্র সুন্দরবন এলাকায় মৎস্যশূন্য হয়ে যাবে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এই অপকর্ম ঠেকাতে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই অপকর্ম করতে যাতে না পারে সেজন্য অসাধু জেলেদের বোঝাতে হবে।

উল্লেখ্য, সুন্দরবনে পর্যটকসহ মাছ ও কাঁকড়া আহরণে প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যে প্রভাবশালীদের ছত্রছায়ায় অব্যাহতভাবে চলছে বিষ দিয়ে মাছ শিকারের কার্যক্রম। বনবিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েও দমন করতে পারছেন না তাদের। মাঝেমধ্যে ২/১জন ধরা পড়লেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধ চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। #