১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩মাসে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ২২কোটি টাকার ৩১কেজি স্বর্ণ আটক,  ১৭পাচারকারী গ্রেফতার

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৬৩ পড়েছেন

খুলনাঞ্চল সোনা চেবারাচালানের প্রধান ‍রুটে পরিনত :

 

খুলনা প্রতিনিধি।।

###   দেশের সোনা চোরাচালানকারীদের জন্য খুলনা-যশোরাঞ্চল নিরাপদ প্রধান রুট হিসেবে পরিনত হয়েছে। খুলনাঞ্চলে মাত্র তিন মাসে খুলনা-যশোর সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ২২কোটি টাকার ৩১কেজি স্বর্ণ আটক করেছে বিজিবি। এ সময় সোনা চোরাচালানের দায়ে ১৭পাচারকারীকেও আটক করে বডার গার্ড বাংলাদেশের খুলনা ২১ব্যাটেলিয়ানের সদস্যরা।  খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, খুলনা ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১৫দফা অভিযান চালিয়ে ১৭জন পাচারকারীসহ ২২কোটি ২৮লাখ ১৬হাজার ৭৪৮টাকা মূল্যের ৩১কেজি ১১০গ্রাম স্বর্ণ আটক করেছে। গত আগষ্ট থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অভিযানে এ পরিমান সোনা আটক করা হয়। এরম্যেধ ২০২২ সালের আগস্ট মাসে ০৪দফা, সেপ্টেম্বর মাসে ০৬দফা, অক্টোবর মাসে ০২দফা এবং চলতি নভেম্বর মাসে ০১দফা অভিযানে এ বিপুল পরিমান স্বর্ণ আটক করা হয়েছে।সবশেষ রবিবার (৬অক্টোবর) খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণের বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিজিবির খুলনার একটি টিম সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬২ আর পিলারের আনুমানিক ৫০০গজ অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়ার আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী অভিযান চালায়। এ সময় বিজিবি টহল দল আনুমানিক ৮২লাখ ৩৪হাজার ৮০০টাকা মূল্যের ১.১৬৫ কেজি(১০০ ভরি) ওজনের ১০পিস স্বর্ণের বারসহ রত্না বেগম নামে এক মহিলা পাচারকারীকে আটক করে। সে পুটখালী উত্তরপাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের স্ত্রী। আটককৃত মহিলা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে প্রাথমিক জিজ্হাসাবাদে স্বীকার করে। তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির সদস্যরা সর্বদা  তৎপর রয়েছে। খুলনা-যমোর সীমান্ত এলাকাকে যে কোন ধরনের চোরাচালানমৃক্ত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

৩মাসে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ২২কোটি টাকার ৩১কেজি স্বর্ণ আটক,  ১৭পাচারকারী গ্রেফতার

প্রকাশিত সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

খুলনাঞ্চল সোনা চেবারাচালানের প্রধান ‍রুটে পরিনত :

 

খুলনা প্রতিনিধি।।

###   দেশের সোনা চোরাচালানকারীদের জন্য খুলনা-যশোরাঞ্চল নিরাপদ প্রধান রুট হিসেবে পরিনত হয়েছে। খুলনাঞ্চলে মাত্র তিন মাসে খুলনা-যশোর সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ২২কোটি টাকার ৩১কেজি স্বর্ণ আটক করেছে বিজিবি। এ সময় সোনা চোরাচালানের দায়ে ১৭পাচারকারীকেও আটক করে বডার গার্ড বাংলাদেশের খুলনা ২১ব্যাটেলিয়ানের সদস্যরা।  খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, খুলনা ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১৫দফা অভিযান চালিয়ে ১৭জন পাচারকারীসহ ২২কোটি ২৮লাখ ১৬হাজার ৭৪৮টাকা মূল্যের ৩১কেজি ১১০গ্রাম স্বর্ণ আটক করেছে। গত আগষ্ট থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অভিযানে এ পরিমান সোনা আটক করা হয়। এরম্যেধ ২০২২ সালের আগস্ট মাসে ০৪দফা, সেপ্টেম্বর মাসে ০৬দফা, অক্টোবর মাসে ০২দফা এবং চলতি নভেম্বর মাসে ০১দফা অভিযানে এ বিপুল পরিমান স্বর্ণ আটক করা হয়েছে।সবশেষ রবিবার (৬অক্টোবর) খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণের বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিজিবির খুলনার একটি টিম সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬২ আর পিলারের আনুমানিক ৫০০গজ অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়ার আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী অভিযান চালায়। এ সময় বিজিবি টহল দল আনুমানিক ৮২লাখ ৩৪হাজার ৮০০টাকা মূল্যের ১.১৬৫ কেজি(১০০ ভরি) ওজনের ১০পিস স্বর্ণের বারসহ রত্না বেগম নামে এক মহিলা পাচারকারীকে আটক করে। সে পুটখালী উত্তরপাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের স্ত্রী। আটককৃত মহিলা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে প্রাথমিক জিজ্হাসাবাদে স্বীকার করে। তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির সদস্যরা সর্বদা  তৎপর রয়েছে। খুলনা-যমোর সীমান্ত এলাকাকে যে কোন ধরনের চোরাচালানমৃক্ত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##