০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
খুলনায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল :

খুলনায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

###     খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে  নগরীর শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কর্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার বাজেট দিয়েছেন শেখ হাসিনা। এই বাজেটের মাধ্যমে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে ইনশাল্লাহ। তিনি বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এ বাজেটে ধনী দরিদ্রের বৈষম্য কমানো হয়েছে। এখানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও শিল্প ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে তরুণ তরুণীদের আত্মকর্মসংস্থানের উপর। সে ক্ষেত্রে কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে কোন তরুণ-তরুণী বেকার থাকবে না। তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে। তারা নিজেরাই উদ্যোক্ত হবে। চাকরী হবে শিক্ষিত দক্ষ যুবক যুবতীদের। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। যেখানে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। থাকবে না সন্ত্রাস, উগ্র জঙ্গি মৌলবাদ, সাম্প্রদায়িক, ধর্ম বর্ণ আর ধনী দরিদ্রের বৈষম্য।  তিনি বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, আজ দেশে শান্তি শৃংখলা আছে বলেই উন্নত বিশ্বের দারপ্রান্তে উপনীত হতে পেরেছি। এই শান্ত পরিবেশকে বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন সবাই মিলে আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে একযোগে কাজ করি। আর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে বাজেট বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করি। বৃহস্পতিবার বিকাল ৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয় চত্বরে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল :

খুলনায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত সময় : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

###     খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে  নগরীর শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কর্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার বাজেট দিয়েছেন শেখ হাসিনা। এই বাজেটের মাধ্যমে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে ইনশাল্লাহ। তিনি বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এ বাজেটে ধনী দরিদ্রের বৈষম্য কমানো হয়েছে। এখানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও শিল্প ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে তরুণ তরুণীদের আত্মকর্মসংস্থানের উপর। সে ক্ষেত্রে কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে কোন তরুণ-তরুণী বেকার থাকবে না। তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে। তারা নিজেরাই উদ্যোক্ত হবে। চাকরী হবে শিক্ষিত দক্ষ যুবক যুবতীদের। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। যেখানে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। থাকবে না সন্ত্রাস, উগ্র জঙ্গি মৌলবাদ, সাম্প্রদায়িক, ধর্ম বর্ণ আর ধনী দরিদ্রের বৈষম্য।  তিনি বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, আজ দেশে শান্তি শৃংখলা আছে বলেই উন্নত বিশ্বের দারপ্রান্তে উপনীত হতে পেরেছি। এই শান্ত পরিবেশকে বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন সবাই মিলে আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে একযোগে কাজ করি। আর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে বাজেট বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করি। বৃহস্পতিবার বিকাল ৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয় চত্বরে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##