০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

####

গলাচিপায় যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই নারীকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে আহত অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৩ টায় গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম লাবনী আক্তর (২২)। তাঁর স্বামী রনি চৌকিদার (২৫) ঘরে থাকা কাঠের লাঠি দিয়ে নির্যাতন চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার লোনদা গ্রামের রনি চৌকিদারের সঙ্গে বিয়ে হয় লাবনী আক্তর (২২) এর একই গ্রামের মাইনুল ফকির এর মেয়ে লাবনী আক্তরের। তাঁদের এক বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
লাবনী আক্তরের বাবা মাইনুল ফকির বলেন, বিয়ের সময় ও পরবর্তীকালে জামাতাকে বাড়ি নির্মাণ করার জন্য পর্যায়ক্রমে চার লাখ টাকা ও দুই লাখ টাকার জিনিসপত্র উপহার দিয়েছিলেন। জাল সাভার করার জন্য দেওয়া হয়েছিল আরও দুই লাখ টাকা।
লাবনী অভিযোগ করেন, বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামী নেশায় আসক্ত। তিনি এর আগেও একাধিক মেয়ের সাথে তার স্বামির পরকিয়া হাতেনাথে ধরেছিল। তবুও তিনি সংসার করতে থাকেন। রনি চৌকিদার ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে নির্যাতন করতে থাকেন রনি চৌকিদারের তিন বোন।
লাবনী আক্তর বলেন, বিয়ের কয়েক মাস পর থেকে রনি চৌকিদারের যৌতুকের চাহিদা বেরেই চলছে। বৃহস্পতিবার সকাল থেকে আমাকে নতুন করে যৌতুকের ৫ লাখ টাকা এনেছি কি না, তা জানতে চায় ও টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ওই দিন রাতেই তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন স্বামী রনি চৌকিদার। একই কারণে গতকাল সকালে আবারও গলা চেপে ধরে মারধর করে ঘরে আটকে রাখেন। কোনো উপায় না পেয়ে ৯৯৯ ফোন দেন তার বাবা মইনুল ফকির। এরপর গলাচপিা থানাপুলিশ গতকাল রাতে স্বামীর বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

গলাচিপায় যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

প্রকাশিত সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

####

গলাচিপায় যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই নারীকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে আহত অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৩ টায় গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম লাবনী আক্তর (২২)। তাঁর স্বামী রনি চৌকিদার (২৫) ঘরে থাকা কাঠের লাঠি দিয়ে নির্যাতন চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার লোনদা গ্রামের রনি চৌকিদারের সঙ্গে বিয়ে হয় লাবনী আক্তর (২২) এর একই গ্রামের মাইনুল ফকির এর মেয়ে লাবনী আক্তরের। তাঁদের এক বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
লাবনী আক্তরের বাবা মাইনুল ফকির বলেন, বিয়ের সময় ও পরবর্তীকালে জামাতাকে বাড়ি নির্মাণ করার জন্য পর্যায়ক্রমে চার লাখ টাকা ও দুই লাখ টাকার জিনিসপত্র উপহার দিয়েছিলেন। জাল সাভার করার জন্য দেওয়া হয়েছিল আরও দুই লাখ টাকা।
লাবনী অভিযোগ করেন, বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামী নেশায় আসক্ত। তিনি এর আগেও একাধিক মেয়ের সাথে তার স্বামির পরকিয়া হাতেনাথে ধরেছিল। তবুও তিনি সংসার করতে থাকেন। রনি চৌকিদার ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে নির্যাতন করতে থাকেন রনি চৌকিদারের তিন বোন।
লাবনী আক্তর বলেন, বিয়ের কয়েক মাস পর থেকে রনি চৌকিদারের যৌতুকের চাহিদা বেরেই চলছে। বৃহস্পতিবার সকাল থেকে আমাকে নতুন করে যৌতুকের ৫ লাখ টাকা এনেছি কি না, তা জানতে চায় ও টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ওই দিন রাতেই তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন স্বামী রনি চৌকিদার। একই কারণে গতকাল সকালে আবারও গলা চেপে ধরে মারধর করে ঘরে আটকে রাখেন। কোনো উপায় না পেয়ে ৯৯৯ ফোন দেন তার বাবা মইনুল ফকির। এরপর গলাচপিা থানাপুলিশ গতকাল রাতে স্বামীর বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ##