০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের কেএমপি ঘেরাও, প্রধান ফটকে তালা

####

খুলনায় পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সুকান্ত দাসকে পুলিশী হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগের প্রতিবাদে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর(কেএমপি) ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার দুপুরের পর এনিসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দোগে এ ঘেরাও কর্মসূচী পালন করা হয়। এ সময় কেএমপির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় কেএমপির মূল ফটকের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফলে নগরীর প্রধান সড়ক খানজাহান আলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, এসআই সুকান্ত দাসকে গ্রেফতার ও পুলিশ কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যবেন তারা।

এর আগে মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা এলাকা থেকে আটকের পর মারধর করে উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা। আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গেল ১২ডিসেম্বর দায়ের করা মামলা ও নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর প্রয়াণ দিবসে পরম শ্রদ্ধাঞ্জলী ” রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে”

খুলনায় এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের কেএমপি ঘেরাও, প্রধান ফটকে তালা

আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

####

খুলনায় পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সুকান্ত দাসকে পুলিশী হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগের প্রতিবাদে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর(কেএমপি) ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার দুপুরের পর এনিসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দোগে এ ঘেরাও কর্মসূচী পালন করা হয়। এ সময় কেএমপির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় কেএমপির মূল ফটকের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফলে নগরীর প্রধান সড়ক খানজাহান আলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, এসআই সুকান্ত দাসকে গ্রেফতার ও পুলিশ কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যবেন তারা।

এর আগে মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা এলাকা থেকে আটকের পর মারধর করে উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা। আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গেল ১২ডিসেম্বর দায়ের করা মামলা ও নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। ##